বহির্বিশ্বে প্রভাব আরও বাড়াতে এবার দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হবে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকার দেশ পেরুর চানকাই উপকূলে এই সমুদ্রবন্দর নির্মাণ করছে চীনের শিপিং কোম্পানি কসকো। চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই বন্দর উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।
প্রায় ৩৫০ কোটি ডলারে নির্মাণাধীন এই প্রকল্প দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রথম প্রশান্ত মহাসাগর উপকূলে নির্মিত বন্দর। বন্দরটি প্রায় ৬০ ফুট গভীর পানিতে নির্মিত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই বন্দর এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। এ ছাড়া অঞ্চলটির দেশগুলোতে চীনা ইলেকট্রিক কার ও অন্যান্য পণ্যের আমদানি বাড়াবে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বন্দরটি লাতিন আমেরিকায় চীনের উত্থান বন্ধ করার পক্ষপাতি যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র চিন্তিত যে, এই বন্দরের ওপর চীনা নিয়ন্ত্রণ বেইজিংকে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদের ওপর দখল আরও শক্তিশালী করবে। এ বিষয়ে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল লরা রিচার্ডসন বলেন, ‘এটি চীনাদের পক্ষে এই অঞ্চল থেকে প্রাকৃতিক সমস্ত সম্পদ আহরণ করা আরও সহজ করে তুলবে।’
পেরু ও চীন কৃষিপণ্য কেনাবেচার ক্ষেত্রে বর্তমানে যে পথ অনুসরণ করে, তাতে এক দেশ থেকে অপর দেশে পণ্য পৌঁছাতে ৩৫ দিন সময় লাগে, যার ফলে বেশির ভাগ পচনশীল খাবার বাজারে পৌঁছাতে বেশি সময় নেয় এবং এ কারণে পণ্যগুলো খুব বেশি সময় ধরে রাখা যায় না। কিন্তু চানকাই বন্দর সে সময় এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। যার ফলে পরিবহন খরচও অনেকটাই কমে আসবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটির নির্মাণকাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। বাকি কাজও খুব শিগগির শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে সি চিন পিং উপস্থিত থাকার সময় এই বন্দর উদ্বোধন করা হতে পারে।
বহির্বিশ্বে প্রভাব আরও বাড়াতে এবার দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হবে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকার দেশ পেরুর চানকাই উপকূলে এই সমুদ্রবন্দর নির্মাণ করছে চীনের শিপিং কোম্পানি কসকো। চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই বন্দর উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।
প্রায় ৩৫০ কোটি ডলারে নির্মাণাধীন এই প্রকল্প দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রথম প্রশান্ত মহাসাগর উপকূলে নির্মিত বন্দর। বন্দরটি প্রায় ৬০ ফুট গভীর পানিতে নির্মিত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এই বন্দর এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। এ ছাড়া অঞ্চলটির দেশগুলোতে চীনা ইলেকট্রিক কার ও অন্যান্য পণ্যের আমদানি বাড়াবে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বন্দরটি লাতিন আমেরিকায় চীনের উত্থান বন্ধ করার পক্ষপাতি যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র চিন্তিত যে, এই বন্দরের ওপর চীনা নিয়ন্ত্রণ বেইজিংকে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদের ওপর দখল আরও শক্তিশালী করবে। এ বিষয়ে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল লরা রিচার্ডসন বলেন, ‘এটি চীনাদের পক্ষে এই অঞ্চল থেকে প্রাকৃতিক সমস্ত সম্পদ আহরণ করা আরও সহজ করে তুলবে।’
পেরু ও চীন কৃষিপণ্য কেনাবেচার ক্ষেত্রে বর্তমানে যে পথ অনুসরণ করে, তাতে এক দেশ থেকে অপর দেশে পণ্য পৌঁছাতে ৩৫ দিন সময় লাগে, যার ফলে বেশির ভাগ পচনশীল খাবার বাজারে পৌঁছাতে বেশি সময় নেয় এবং এ কারণে পণ্যগুলো খুব বেশি সময় ধরে রাখা যায় না। কিন্তু চানকাই বন্দর সে সময় এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। যার ফলে পরিবহন খরচও অনেকটাই কমে আসবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটির নির্মাণকাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। বাকি কাজও খুব শিগগির শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে সি চিন পিং উপস্থিত থাকার সময় এই বন্দর উদ্বোধন করা হতে পারে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৩ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৮ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে