Ajker Patrika

এবার রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করল জি-৭ 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১: ২৩
এবার রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করল জি-৭ 

এবার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করেছে জি-৭ ও অস্ট্রেলিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই মূল্য নির্ধারণ করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জি-৭ ও অস্ট্রেলিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সমুদ্রজাত তেলের জন্য নির্ধারিত এই নতুন দাম আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশগুলো আরও জানিয়েছে, তাঁরা অনুমান করছে যে রাশিয়ার জ্বালানি তেলের মূল্যের এই সংশোধনের ফলে পরিবর্তনের আগে পুরোনো দামে শেষ হওয়া লেনদেনগুলো অন্তর্ভুক্ত থাকবে না।

এই জোটের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মূল্যহ্রাস কার্যকর করতে এই জোট ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেবে।’ তবে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ইইউ প্রতি ব্যারেলের বিপরীতে রাশিয়াকে ৬০ ডলার করে পরিশোধ করবে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত জ্বালানি তেল কম দামে কেনার মূল প্রস্তাব দিয়েছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭। জোটের প্রস্তাব ছিল, সামগ্রিকভাবে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্য ৫ শতাংশ কমিয়ে আনতে রাশিয়ার সমুদ্রজাত তেল প্রতি ব্যারেল ৬৫ থেকে ৭০ ডলারে কিনুক ইউরোপীয় ইউনিয়ন।

তবে জি-৭-এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে পোল্যান্ড। দেশটিকে সমর্থন দেয় লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। দেশ তিনটির অভিযোগ ছিল—প্রস্তাবিত দামে কিনলে ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে পারবে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত