তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের ওপর দিয়ে উড়ছে। আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন গতকাল শুক্রবার ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে। গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান। এবারই সর্বোচ্চসংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ কখনোই বন্ধ করেনি দেশটি। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন।
গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান। কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল।
নির্বাচনে জয়লাভ করা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিংকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে। ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে, লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে। কিন্তু নির্বাচনের পরপরই বিশালসংখ্যক যুদ্ধবিমান ও নৌযান পাঠায়নি চীন।
তাইপের তথ্যানুসারে, ১৩ জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছিল। তাইপের আকাশসীমায় এটিই চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা। তবে ২৪ ঘণ্টার হিসাবে চীন সবচেয়ে বেশিসংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে। তখন তাইওয়ানের চারপাশে ১০৩টি চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয়।
তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের ওপর দিয়ে উড়ছে। আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন গতকাল শুক্রবার ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে। গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান। এবারই সর্বোচ্চসংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ কখনোই বন্ধ করেনি দেশটি। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন।
গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান। কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল।
নির্বাচনে জয়লাভ করা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিংকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে। ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে, লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে। কিন্তু নির্বাচনের পরপরই বিশালসংখ্যক যুদ্ধবিমান ও নৌযান পাঠায়নি চীন।
তাইপের তথ্যানুসারে, ১৩ জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছিল। তাইপের আকাশসীমায় এটিই চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা। তবে ২৪ ঘণ্টার হিসাবে চীন সবচেয়ে বেশিসংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে। তখন তাইওয়ানের চারপাশে ১০৩টি চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয়।
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দিবিনিমিয় এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে উদ্যাপন শুরু হয়েছে। ইসরায়েলিরা বন্দী ফিরে পাবে এই আনন্দে উদ্যাপন করছে। অন্যদিকে হামলা বন্ধের আনন্দ উদ্যাপন করছে গাজাবাসী। তবে তাঁদের এই উদ্যাপনের মধ্যে ছড়িয়ে রয়েছে বিষাদ।
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে গত বৃহস্পতিবার যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে তারা। গতকাল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।
৫ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিওতে দেখা যায়, গাজার সৈকতে আছড়ে পড়ছে ভূমধ্যসাগরের ঢেউ আর পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে হাজারো মানুষ। গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা শহর এবং উত্তর গাজার দিকে যাচ্ছে তারা।
৬ ঘণ্টা আগেভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জিতলেন এবারের শান্তিতে নোবেল পুরস্কার। গতকাল শুক্রবার তাঁর নাম ঘোষণা করে নোবেল কমিটি বলেছে, ২০২৫ সালের শান্তির নোবেল এমন একজনের হাতে যাচ্ছে, যিনি সাহসী এবং শান্তির জন্য লড়াই জারি রেখেছেন। একই সঙ্গে অন্ধকার সময়ে ভেনেজুয়েলায় গণতন্ত্রের আলো...
৬ ঘণ্টা আগে