Ajker Patrika

পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ৪৭
পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী ও তাঁর পরিবারের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঠনঠনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরাজিত প্রার্থী মো. আব্দুল মতিন থানায় অভিযোগ দায়ের করেছেন।

রৌমারী থানা-পুলিশ বলেছে, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, নির্বাচনে জয়লাভকারী হাবিবুর ও তাঁর সমর্থকেরা পরাজিত প্রার্থী মো. আব্দুল মতিন ও তার কর্মী-সমর্থকদের কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার নিজ বাড়িতে অবস্থান করছিলেন আব্দুল মতিন।

এ সময় হাবিবুরের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল আব্দুল মতিনের পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় আব্দুল মতিন থানায় অভিযোগ করেছেন।

পরাজিত প্রার্থী মো. আব্দুল মতিন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে আমি রৌমারী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে (তালা) প্রতীকে ৬৯৪ ভোট পাই। কিন্তু নির্বাচনের মূল ফলাফলের সময় মোরগ প্রতীকের মো. হাবিবুর রহমানকে আমার ৬৯৪ ভোট লিখে দিয়ে তাঁর ৬০৬ আমাকে দিয়ে, আমাকে হারিয়ে দেওয়া হয়।

এ নিয়ে আমি প্রতিবাদ করলে হাবিবুর ও তাঁর সমর্থকেরা আমাকে ও আমার সমর্থকদের হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার আমি আমার নিজ বাড়িতে অবস্থান করছিলাম। এ সময় হাবিবুরের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।

তবে অভিযোগ অস্বীকার করে বিজয়ী ইউপি সদস্য মো. হাবিবুর রহমান বলেন, তাঁরা ভোটে হেরে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত