Ajker Patrika

সিগন্যালে গড়বড় লাইনছাড়া ট্রেন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১০: ৩৩
সিগন্যালে গড়বড় লাইনছাড়া ট্রেন

মাত্র তিন দিন আগে চট্টগ্রামের মিরসরাইতে দুর্ঘটনা হয়। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। সেখানে গেটম্যানের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। বরখাস্ত হন ওই গেটম্যান। চার বছর আগেও মিরসরাইতে এমন দুর্ঘটনা ঘটে। বারবার দুর্ঘটনার পরও টনক নড়ছে না রেলওয়ের।

সম্প্রতি দেশের আরও কয়েকটি অঞ্চলে গেটম্যানের অবহেলার চিত্র উঠে এসেছে। লালমনিরহাট শহরের ব্যস্ত লেভেল ক্রসিং বিডিআর গেট। এ ক্রসিংয়ে পাঁচটি রেললাইন রয়েছে। পাঁচ লাইনের জন্য রয়েছে আলাদা গেট ব্যারিয়ার। গত রোববার বিকেলে গেটম্যান ভুল করে যে লাইনে ট্রেন আসবে সেটি না নামিয়ে পাশের লাইনের গেট ব্যারিয়ার নামিয়ে দেন। এতে মানুষ ও গাড়ি দাঁড়িয়ে থাকা লাইনেই ট্রেন চলে আসে। দ্রুত লোকজন সরে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

লালমনিরহাট রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী যাত্রীবাহী ৭১ নম্বর কমিউটার ট্রেন বুড়িমারী যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গেটম্যান নাদের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্টেশনমাস্টার জামিল উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গেটম্যান নাদের হোসেন বলেন, ‘ট্রেন ছাড়ার খবরটি স্টেশনমাস্টার ফোনে বলায় আমি তা সঠিকভাবে শুনতে পারিনি। যে কারণে অন্য লাইনে ব্যারিয়ার দিই।’ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, গেটম্যানের ত্রুটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহীতে সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের পবা উপজেলার শিতলাই স্টেশনে দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঈশ্বরদী থেকে একটি কমিউটার ট্রেন রহনপুর যাচ্ছিল। এক নম্বর লাইনে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল। তখন একই লাইনে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। গতি কম থাকায় এই ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি পয়েন্টম্যান ভুল করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি সকাল ১০টা ৫২ মিনিটে ফুলবাড়ী স্টেশনে প্রবেশ করার জন্য আউটার সিগন্যালের কাছে চলে আসে। কিন্তু ওই সময় দায়িত্বরত গেটম্যান আবদুল্লাহ আল মামুন সেখানে উপস্থিত না থাকায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এতে চিলাহাটি-পঞ্চগড়-খুলনা-রাজশাহী-ঢাকা পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা-পুলিশ ও জিআরপি পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দায়িত্বরত ওই গেটম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি নাশতা করতে গিয়েছিলাম। আসতে কিছুটা দেরি হওয়ায় ট্রেনটি আউটারে চলে আসে।’

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন আজকের পত্রিকার লালমনিরহাট, ফুলবাড়ী (দিনাজপুর) ও রাজশাহী প্রতিনিধি)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত