পরিবারের চিরাচরিত গল্প বলবে ‘আমাদের বাড়ি’
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।