আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২০ ঘণ্টা আগে