আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে