দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।
এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।
এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।
নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’
‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’
রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’
দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:
দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।
এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।
এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।
নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’
‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’
রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’
দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
২ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
২ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
২ ঘণ্টা আগে