Ajker Patrika

‘সাবরিনা’ ওয়েব সিরিজে মেহ্জাবীন, অর্ষা ও রুনা

‘সাবরিনা’ ওয়েব সিরিজে মেহ্জাবীন, অর্ষা ও রুনা

সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দু-জনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ।

নারীকেন্দ্রিক গল্প। তাই ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হলো সিরিজটির টিজার। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে ছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনেত্রী— অর্ষা ও মেহ্জাবীন, রুনা খান এবং নির্মাতা আশফাক নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’র মাধ্যমে হইচই-এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন অর্ষা ও মেহ্জাবীন।

টিজার থেকেই একটি ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি পাওয়া গেল। টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তী সময়ে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন। 

আশফাক নিপুণের পরিচালনায় ‘সাবরিনা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন মেহ্জাবীন, রুনা খান ও অর্ষানির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘অনেক কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়। কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই-এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস, দর্শক এর আগে হইচই-এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’

নাজিয়া হক অর্ষারও হইচই-এর সঙ্গে এটি প্রথম কাজ। তিনি বলেন, ‘সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।

দেখুন ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

সমুদ্রের নিচে উদ্বেগজনক কিছু নজরে এল বিজ্ঞানীদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত