জুবায়ের ইবনে কামাল
মন্দার নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা’। মন্দার অর্থ— স্বর্গের গাছ। পবিত্র ভূমির যে গাছের ফল হয়ে উঠেছিল অভিশপ্ত। রবীন্দ্রনাথও তাঁর লেখার নাম দিয়েছিলেন— ‘স্বর্গ হইতে বিদায়’।
আজ থেকে প্রায় ৪১৫ বছর আগে ষোলো শতকের শুরুতে লেখা হয়েছিল ম্যাকবেথ। বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম সেরা এক ট্রাজেডি। ম্যাকবেথ নিয়ে সারা দুনিয়ায় কম চর্চা হয়নি। ভিন্ন মোড়কে ভিন্ন বেশে নানা রূপান্তরের মধ্য দিয়ে বারবার ফিরে এসেছে ম্যাকবেথের ট্রাজেডি।
এবার বাংলা ওয়েব সিরিজে ম্যাকবেথ ফিরে এল মন্দার হয়ে, কলকাতার অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্যের হাত ধরে।
শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে অনির্বাণ তৈরি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘মন্দার’।
এ ওয়েব সিরিজের গল্প গেইলপুর নামের এক অঞ্চলকে ঘিরে। যেখানে মাছ মারা ও মাছের ব্যবসা সবার জীবিকার অংশ। কিন্তু ক্ষমতা ও আধিপত্যে পুরো অঞ্চলের দখল ধরে রেখেছেন একজন। যার কথার বিপরীতে হয় না কিছুই। এমনকি কেউ প্রতিবাদ করার সাহস দেখালে তার শেষ ফলাফল নির্ধারণ করে দেয়া হয়— মৃত্যু।
কিন্তু সেখানেও একসময় ভোর হয়। কেউ কেউ ভাবে— রাজা তো আমিও হতে পারি। এই ওয়েব সিরিজে থাকা বুড়ি চরিত্রের ফিসফিসে ও রহস্যময় সংলাপের মতো, ‘কালের কোলে কপাল ফেরে। কেউ রাজা, কেউ রাজার বাপ’।
এই গেইলপুরের রাজা ডাবলু ভাইয়ের হাতে পুরো মাছের ভেড়ির মালিকানা। তার দুই বিশ্বস্ত অনুচরের মধ্যে রয়েছে বঙ্কা ও মন্দার। হ্যাঁ, এই সেই মন্দার যে কিনা পুরো গল্পের মোড় পাল্টে দিতে চলেছে।
ম্যাকবেথ যারা পড়েছেন তারা জানেন, রাজমুকুট হাতিয়ে নিতে ম্যাকবেথকে খুন করেছিল ডানকান। এখানেও একইভাবে ডাবলু ভাইকে খুন করে সে দখল নিতে চায় মাছের ভেড়ির রাজপাট। তারপর?
কীভাবে ফুলের মুকুট হয়ে ওঠে কাঁটার মুকুট, কিংবা কোন অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে সবার জন্য অথবা রক্ত-ক্লদ-ঘামে জর্জরিত মন্দারের ভাগ্য বদলের কোন দিকটি উন্মোচিত হবে— তা শেক্সপিয়ারের পাঠকরা জানবেন। কিন্তু অনির্বাণের ‘মন্দার’-এর স্বতন্ত্র গল্প বলার ভঙ্গি ও মুল গল্প থেকে বেরিয়ে খানিকটা নতুনত্ব যে কাউকে চমকে দেবে। গল্পের অনেক কিছুর সঙ্গে বদলে গেছে শেষটাও। যেটা হয়তো আপনি আশা করেননি।
‘মন্দার’ ওয়েব সিরিজের ভাষা ছিল মেদিনীপুর অঞ্চলের মতো। গেইলপুরের ভাষায়, ‘খেয়ে নেবে’ তার উচ্চারণে ‘খাই নিবি’। ‘সে যেই হোক’ হয়েছে ‘সো যেউ হউক’। ‘দিয়ে দিয়েছি’ কথা বদলে ‘দিয়ে দিটি’। ‘থাকলি না কেন?’-র রূপান্তর ‘রইলোনি কেনি’! ‘রাখছি’ হয়ে গেছে ‘রাখিটি’।
সিরিজের অন্যতম প্রধান অভিনেত্রী সোহিনী সরকার বলেছেন, ‘আমাদের টিমে উজান নামে এক ছেলে ছিল। সে মেদিনীপুরে গিয়ে পুরো চিত্রনাট্য স্থানীয় একজনকে দিয়ে বলিয়ে রেকর্ড করে এনেছিল। আমরা সবাই সেটা শুনে শুনে অভ্যাস করতাম। তারপর অনির্বাণকে পাঠাতাম। ও আবার যা যা বদলাতে হবে বলে দিত, মতামত দিত। এভাবেই চর্চা চলেছে অনেক দিন ধরে। তারপর তো একসঙ্গে বসে রিহার্সেল করেছি।’
অনির্বাণ ভট্টাচার্য ম্যাকবেথের বাংলারূপ দিতে গিয়ে অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। লেডি ম্যাকবেথ হয়েছে লাইলি, ডানকানের অনুচর ব্যাঙ্কো হয়েছে বঙ্কা, ম্যাকডাফ হয়েছে মদন, ডানকানের বড় ছেলে ম্যালকম হয়েছে মোঞ্চা, ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স এখানে ফন্টুস।
পাশাপাশি মূল নাটকে ডানকানের স্ত্রীর সরাসরি উল্লেখ না থাকলেও এই ওয়েব সিরিজে সেই চরিত্রটি রাখা হয়েছে। আবার ম্যাকডাফের স্ত্রীকে দেখানো হয়েছে তার বোন হিসেবে।
নির্মাতা সবথেকে বড় খেলাটা খেলেছেন বিখ্যাত ‘থ্রি উইচেস’-এর রূপান্তর করে। এখানে তারা মা, ছেলে ও পোষ্য বিড়াল। কালো বিড়ালের জ্বলজ্বলে চোখ, মা ও ছেলের অদ্ভুত মেকআপ। আর তাদের সংলাপ বলার ভঙ্গি, এমনকি চালচলনও গা ছমছমে, যা পুরো ওয়েব সিরিজে এনে দিয়েছে অস্বস্তিকর উপস্থিতি।
পুরো সিরিজেই মঞ্চ নাটকের এক অদৃশ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আবহ সঙ্গীত থেকে শুরু করে সংলাপ ও থিয়েটারের বেশ কিছু নান্দনিক দিকও দেখতে পাওয়া যায় এই সিরিজে।
অভিনয়ের কথা আলাদা করে বলবার কিছু নেই। অনির্বাণ ভট্টাচার্য নিজেও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ছোট একটি চরিত্রে। তাছাড়া অন্যদের মধ্যে সোহিনীকে আলাদা করে চোখে পড়েছে।
সঙ্গে বারবার ড্রোন দিয়ে চিত্রগ্রহন ও সম্পাদনার ক্ষেত্রে কিছু বাহুল্য দৃশ্য ও ক্লোজআপ কিছুটা অদ্ভুত মনে হলেও সবমিলে প্রথম নির্মাণ হিসেবে অনির্বাণ ভট্টাচার্য ‘মন্দার’-এ সাহসী পদক্ষেপ রেখেছেন— এটা হলফ করে বলা যায়।
মন্দার নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা’। মন্দার অর্থ— স্বর্গের গাছ। পবিত্র ভূমির যে গাছের ফল হয়ে উঠেছিল অভিশপ্ত। রবীন্দ্রনাথও তাঁর লেখার নাম দিয়েছিলেন— ‘স্বর্গ হইতে বিদায়’।
আজ থেকে প্রায় ৪১৫ বছর আগে ষোলো শতকের শুরুতে লেখা হয়েছিল ম্যাকবেথ। বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম সেরা এক ট্রাজেডি। ম্যাকবেথ নিয়ে সারা দুনিয়ায় কম চর্চা হয়নি। ভিন্ন মোড়কে ভিন্ন বেশে নানা রূপান্তরের মধ্য দিয়ে বারবার ফিরে এসেছে ম্যাকবেথের ট্রাজেডি।
এবার বাংলা ওয়েব সিরিজে ম্যাকবেথ ফিরে এল মন্দার হয়ে, কলকাতার অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্যের হাত ধরে।
শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে অনির্বাণ তৈরি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘মন্দার’।
এ ওয়েব সিরিজের গল্প গেইলপুর নামের এক অঞ্চলকে ঘিরে। যেখানে মাছ মারা ও মাছের ব্যবসা সবার জীবিকার অংশ। কিন্তু ক্ষমতা ও আধিপত্যে পুরো অঞ্চলের দখল ধরে রেখেছেন একজন। যার কথার বিপরীতে হয় না কিছুই। এমনকি কেউ প্রতিবাদ করার সাহস দেখালে তার শেষ ফলাফল নির্ধারণ করে দেয়া হয়— মৃত্যু।
কিন্তু সেখানেও একসময় ভোর হয়। কেউ কেউ ভাবে— রাজা তো আমিও হতে পারি। এই ওয়েব সিরিজে থাকা বুড়ি চরিত্রের ফিসফিসে ও রহস্যময় সংলাপের মতো, ‘কালের কোলে কপাল ফেরে। কেউ রাজা, কেউ রাজার বাপ’।
এই গেইলপুরের রাজা ডাবলু ভাইয়ের হাতে পুরো মাছের ভেড়ির মালিকানা। তার দুই বিশ্বস্ত অনুচরের মধ্যে রয়েছে বঙ্কা ও মন্দার। হ্যাঁ, এই সেই মন্দার যে কিনা পুরো গল্পের মোড় পাল্টে দিতে চলেছে।
ম্যাকবেথ যারা পড়েছেন তারা জানেন, রাজমুকুট হাতিয়ে নিতে ম্যাকবেথকে খুন করেছিল ডানকান। এখানেও একইভাবে ডাবলু ভাইকে খুন করে সে দখল নিতে চায় মাছের ভেড়ির রাজপাট। তারপর?
কীভাবে ফুলের মুকুট হয়ে ওঠে কাঁটার মুকুট, কিংবা কোন অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে সবার জন্য অথবা রক্ত-ক্লদ-ঘামে জর্জরিত মন্দারের ভাগ্য বদলের কোন দিকটি উন্মোচিত হবে— তা শেক্সপিয়ারের পাঠকরা জানবেন। কিন্তু অনির্বাণের ‘মন্দার’-এর স্বতন্ত্র গল্প বলার ভঙ্গি ও মুল গল্প থেকে বেরিয়ে খানিকটা নতুনত্ব যে কাউকে চমকে দেবে। গল্পের অনেক কিছুর সঙ্গে বদলে গেছে শেষটাও। যেটা হয়তো আপনি আশা করেননি।
‘মন্দার’ ওয়েব সিরিজের ভাষা ছিল মেদিনীপুর অঞ্চলের মতো। গেইলপুরের ভাষায়, ‘খেয়ে নেবে’ তার উচ্চারণে ‘খাই নিবি’। ‘সে যেই হোক’ হয়েছে ‘সো যেউ হউক’। ‘দিয়ে দিয়েছি’ কথা বদলে ‘দিয়ে দিটি’। ‘থাকলি না কেন?’-র রূপান্তর ‘রইলোনি কেনি’! ‘রাখছি’ হয়ে গেছে ‘রাখিটি’।
সিরিজের অন্যতম প্রধান অভিনেত্রী সোহিনী সরকার বলেছেন, ‘আমাদের টিমে উজান নামে এক ছেলে ছিল। সে মেদিনীপুরে গিয়ে পুরো চিত্রনাট্য স্থানীয় একজনকে দিয়ে বলিয়ে রেকর্ড করে এনেছিল। আমরা সবাই সেটা শুনে শুনে অভ্যাস করতাম। তারপর অনির্বাণকে পাঠাতাম। ও আবার যা যা বদলাতে হবে বলে দিত, মতামত দিত। এভাবেই চর্চা চলেছে অনেক দিন ধরে। তারপর তো একসঙ্গে বসে রিহার্সেল করেছি।’
অনির্বাণ ভট্টাচার্য ম্যাকবেথের বাংলারূপ দিতে গিয়ে অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। লেডি ম্যাকবেথ হয়েছে লাইলি, ডানকানের অনুচর ব্যাঙ্কো হয়েছে বঙ্কা, ম্যাকডাফ হয়েছে মদন, ডানকানের বড় ছেলে ম্যালকম হয়েছে মোঞ্চা, ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স এখানে ফন্টুস।
পাশাপাশি মূল নাটকে ডানকানের স্ত্রীর সরাসরি উল্লেখ না থাকলেও এই ওয়েব সিরিজে সেই চরিত্রটি রাখা হয়েছে। আবার ম্যাকডাফের স্ত্রীকে দেখানো হয়েছে তার বোন হিসেবে।
নির্মাতা সবথেকে বড় খেলাটা খেলেছেন বিখ্যাত ‘থ্রি উইচেস’-এর রূপান্তর করে। এখানে তারা মা, ছেলে ও পোষ্য বিড়াল। কালো বিড়ালের জ্বলজ্বলে চোখ, মা ও ছেলের অদ্ভুত মেকআপ। আর তাদের সংলাপ বলার ভঙ্গি, এমনকি চালচলনও গা ছমছমে, যা পুরো ওয়েব সিরিজে এনে দিয়েছে অস্বস্তিকর উপস্থিতি।
পুরো সিরিজেই মঞ্চ নাটকের এক অদৃশ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আবহ সঙ্গীত থেকে শুরু করে সংলাপ ও থিয়েটারের বেশ কিছু নান্দনিক দিকও দেখতে পাওয়া যায় এই সিরিজে।
অভিনয়ের কথা আলাদা করে বলবার কিছু নেই। অনির্বাণ ভট্টাচার্য নিজেও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ছোট একটি চরিত্রে। তাছাড়া অন্যদের মধ্যে সোহিনীকে আলাদা করে চোখে পড়েছে।
সঙ্গে বারবার ড্রোন দিয়ে চিত্রগ্রহন ও সম্পাদনার ক্ষেত্রে কিছু বাহুল্য দৃশ্য ও ক্লোজআপ কিছুটা অদ্ভুত মনে হলেও সবমিলে প্রথম নির্মাণ হিসেবে অনির্বাণ ভট্টাচার্য ‘মন্দার’-এ সাহসী পদক্ষেপ রেখেছেন— এটা হলফ করে বলা যায়।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
২ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
২ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
২ ঘণ্টা আগে