৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগেসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৭ ঘণ্টা আগে