৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
২ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
২ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
২ ঘণ্টা আগে