বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে