বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
‘পিলু’তে মেঘা যাঁর সঙ্গে জুটি বাঁধছেন, তাঁর নাম গৌরব রায় চৌধুরী। অনেক বছর ধরেই টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।
সিরিয়ালে পিলুকে দেখা যাচ্ছে ভীষণ উচ্ছল এক মেয়ে হিসেবে। বাস্তবেও মেঘা তেমনই। নাচ ভীষণ পছন্দের তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, এই পিলু চরিত্রকে পরবর্তী সময়ে দেখা যাবে গায়িকা হিসেবে। এত দিন মেঘার নাচ দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। জানা গেছে, আগামী মাসেই জি বাংলায় শুরু হবে পিলু সিরিয়ালের প্রচার।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
২ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে