উন্মাদনার ‘স্কুইড গেম’ শুটিংয়ের চাপে ৬টি দাঁত হারিয়েছেন নির্মাতা
কেন এই সিরিজ নিয়ে এত মাতামাতি? খুবই আলাদা ও মৌলিক গল্প নিয়ে যে এটি নির্মিত এমনটা হয়তো নয়। কিন্তু রশি টানাটানির মতো শিশুদের খেলা, লালবাতি, সবুজ বাতি এমন কিছু সাধারণ বিষয় দর্শকের সামনে নতুন অর্থ নিয়ে হাজির হয়েছে। অত্যন্ত জীবনঘনিষ্ঠ এসব উপাদানই মানুষকে এই সিরিজ এত আকর্ষণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।