বিনোদন প্রতিবেদক
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
২ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
২ ঘণ্টা আগে