অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবেন চরকিতে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে।
‘বাংকার বয়’-এর গল্পে দেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।
এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নুর ইমরান ও আব্দুল্লাহ আল সেন্টু। ‘বাংকার বয়’-এর শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। নির্মাতা জানিয়েছেন, এই বাংকারও গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র।
পরিচালক সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘বাংকার বয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শুটিংয়ের জন্য যুদ্ধক্ষেত্র নির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও অনেক শারীরিক পরিশ্রম করেছেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘জাগো বাহের দুটি পর্ব এরইমধ্যে বিপুল সাড়া ফেলেছে। বিজয়ের মাসে প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। সুকর্ন সাহেদ ধীমানের অসাধারণ এই নির্মাণে দর্শক নতুন কিছু দেখবে।’
‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।
অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবেন চরকিতে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে।
‘বাংকার বয়’-এর গল্পে দেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।
এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নুর ইমরান ও আব্দুল্লাহ আল সেন্টু। ‘বাংকার বয়’-এর শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। নির্মাতা জানিয়েছেন, এই বাংকারও গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র।
পরিচালক সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘বাংকার বয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শুটিংয়ের জন্য যুদ্ধক্ষেত্র নির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও অনেক শারীরিক পরিশ্রম করেছেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘জাগো বাহের দুটি পর্ব এরইমধ্যে বিপুল সাড়া ফেলেছে। বিজয়ের মাসে প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। সুকর্ন সাহেদ ধীমানের অসাধারণ এই নির্মাণে দর্শক নতুন কিছু দেখবে।’
‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে