Ajker Patrika

‘জাগো বাহে’র শেষ পর্ব ‘বাংকার বয়’ আসছে কাল

‘জাগো বাহে’র শেষ পর্ব ‘বাংকার বয়’ আসছে কাল

অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবেন চরকিতে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে।

‘বাংকার বয়’-এর গল্পে দেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।

‘বাংকার বয়’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যএতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নুর ইমরান ও আব্দুল্লাহ আল সেন্টু। ‘বাংকার বয়’-এর শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। নির্মাতা জানিয়েছেন, এই বাংকারও গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র।

পরিচালক সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘বাংকার বয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শুটিংয়ের জন্য যুদ্ধক্ষেত্র নির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও অনেক শারীরিক পরিশ্রম করেছেন।’

‘বাংকার বয়’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যচরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘জাগো বাহের দুটি পর্ব এরইমধ্যে বিপুল সাড়া ফেলেছে। বিজয়ের মাসে প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। সুকর্ন সাহেদ ধীমানের অসাধারণ এই নির্মাণে দর্শক নতুন কিছু দেখবে।’

‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত