টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। বড় পর্দায় যিশু সেনগুপ্তের পরে এবার ছোট পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন টিভির জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। তিনি অভিনয় করছেন ‘খড়ি ভট্টাচার্য’ চরিত্রে। সিরিয়ালের ট্যাগলাইন, ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে ঠিক করা!’
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা শোলাঙ্কি ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয়ের পর আবারও ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দায় থাকলে কি বেশি খুশি হতেন? অভিনেত্রী বলেন, ‘আমি বড়, মেজ (ওয়েব সিরিজ), ছোট—সব পর্দাতেই সমান স্বচ্ছন্দ। সবটাতেই নিজেকে মেলে ধরতে চাই। তাই ছোট পর্দার পরে বড় পর্দায় কাজ করলাম। আবারও মুখ্য চরিত্র হয়ে ছোট পর্দায় ফিরছি। নিজের অভিনয়-যাত্রা নিয়ে আমি খুশি।’
তবে শুধু মুখ্য চরিত্রে অভিনয়ের খাতিরেই ‘খড়ি’ হতে রাজি হয়েছেন, এমনটা নয় বলে দাবি অভিনেত্রীর। শোলাঙ্কি জানান, ‘খড়ি’ বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতোই লড়াকু এক মেয়ে। যে হাসিমুখে নিজের পরিবারের সব দায়িত্ব বহন করে। খুব ভালো ছবি আঁকে। শিল্পীমনের পাশাপাশি তাঁর তেজস্বিতাও চোখ টানে। শহরের বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের মুখোমুখি দাঁড়িয়ে জোরগলায় প্রতিবাদেও পিছপা হয় না। এমন চোখধাঁধানো ব্যক্তিত্বই শোলাঙ্কিকে আকর্ষণ করেছে। তা ছাড়া, স্টার জলসার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ‘গাঁটছড়া’ এবং প্রযোজক স্নিগ্ধা বসুর সঙ্গে সুসম্পর্কও এই ধারাবাহিকে অভিনয়ের অন্যতম কারণ।
স্টার জলসায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসতে পারে ‘গাঁটছড়া’। সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে ‘শ্রীময়ী’ প্রচার সময়। কারণ ‘শ্রীময়ী’ এখনই শেষ হচ্ছে না। অন্যদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। সম্ভবত সেই স্লটটাতেই প্রচার হবে ‘শ্রীময়ী’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ‘গাঁটছড়া’।
টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। বড় পর্দায় যিশু সেনগুপ্তের পরে এবার ছোট পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন টিভির জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। তিনি অভিনয় করছেন ‘খড়ি ভট্টাচার্য’ চরিত্রে। সিরিয়ালের ট্যাগলাইন, ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে ঠিক করা!’
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা শোলাঙ্কি ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয়ের পর আবারও ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দায় থাকলে কি বেশি খুশি হতেন? অভিনেত্রী বলেন, ‘আমি বড়, মেজ (ওয়েব সিরিজ), ছোট—সব পর্দাতেই সমান স্বচ্ছন্দ। সবটাতেই নিজেকে মেলে ধরতে চাই। তাই ছোট পর্দার পরে বড় পর্দায় কাজ করলাম। আবারও মুখ্য চরিত্র হয়ে ছোট পর্দায় ফিরছি। নিজের অভিনয়-যাত্রা নিয়ে আমি খুশি।’
তবে শুধু মুখ্য চরিত্রে অভিনয়ের খাতিরেই ‘খড়ি’ হতে রাজি হয়েছেন, এমনটা নয় বলে দাবি অভিনেত্রীর। শোলাঙ্কি জানান, ‘খড়ি’ বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতোই লড়াকু এক মেয়ে। যে হাসিমুখে নিজের পরিবারের সব দায়িত্ব বহন করে। খুব ভালো ছবি আঁকে। শিল্পীমনের পাশাপাশি তাঁর তেজস্বিতাও চোখ টানে। শহরের বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের মুখোমুখি দাঁড়িয়ে জোরগলায় প্রতিবাদেও পিছপা হয় না। এমন চোখধাঁধানো ব্যক্তিত্বই শোলাঙ্কিকে আকর্ষণ করেছে। তা ছাড়া, স্টার জলসার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ‘গাঁটছড়া’ এবং প্রযোজক স্নিগ্ধা বসুর সঙ্গে সুসম্পর্কও এই ধারাবাহিকে অভিনয়ের অন্যতম কারণ।
স্টার জলসায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসতে পারে ‘গাঁটছড়া’। সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে ‘শ্রীময়ী’ প্রচার সময়। কারণ ‘শ্রীময়ী’ এখনই শেষ হচ্ছে না। অন্যদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। সম্ভবত সেই স্লটটাতেই প্রচার হবে ‘শ্রীময়ী’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ‘গাঁটছড়া’।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১১ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১৫ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে