‘মাইনষে’
স্মৃতি যদি আমার সঙ্গে প্রতারণা না করে, তাহলে চরণ দুটো বোধ হয় এ রকমের: ‘করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।’ কামিনী রায়ের এ কবিতা ছোটবেলায় পড়ে পড়ে হদ্দ হয়ে গেছি। মুখস্থ করতে হয়েছে এ কবিতা, এর সারাংশ করতে হয়েছে, ভাবার্থ লিখেছি এ কবিতার।