সেলিম জাহান
স্মৃতি যদি আমার সঙ্গে প্রতারণা না করে, তাহলে চরণ দুটো বোধ হয় এ রকমের: ‘করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।’ কামিনী রায়ের এ কবিতা ছোটবেলায় পড়ে পড়ে হদ্দ হয়ে গেছি। মুখস্থ করতে হয়েছে এ কবিতা, এর সারাংশ করতে হয়েছে, ভাবার্থ লিখেছি এ কবিতার।
শৈশব-কৈশোরে আমাকে নানান যন্ত্রণা দেওয়া এ কবিতার আসল মর্মার্থ জীবনের এ প্রান্তে এসে বোধগম্য হলো। একেবারে সাদামাটা কথায় এর অর্থ হচ্ছে ‘মাইনষে কী কবে’। আমরা প্রতিনিয়ত শঙ্কিত আমাদের সম্পর্কে মাইনষে ‘কী ভাববে’ আর ‘কী বলবে’। এই ‘মাইনষে-ভীতি’ আমাদের এক অর্থে শৃঙ্খলিত করে রেখেছে, যার ফলে আমাদের মন যা চায় তা আমরা করি না, যা আমাদের বলার ইচ্ছে, তা আমরা বলি না, জীবনের বহু স্বাদ-আহ্লাদ আমরা অবদমিত করে রাখি।
কটা প্রশ্ন দিয়ে শুরু করি। কারা এই ‘মাইনষে’? কেন তারা আমাদের নিয়ে কথা কইবে বা ভাববে? এই যে ‘মাইনষে’ আমাদের নিয়ে নানান কথা বলবে—তা কি প্রকৃত শঙ্কা, না আমাদের মনের অমূলক ভীতি? আর ‘মাইনষে’ যদি আমাদের নিয়ে ভাবেই বা বলেই, তাহলে কীই–বা হবে আমাদের?
আমাদের প্রত্যেকের জীবনে এই ‘মাইনষে’ কিন্তু ‘আমজনতা’ নয়, রাস্তার পথচারী নন, এরা হচ্ছে যারা আমাদের চেনাশোনা, জানা-পরিচিত, স্বজন-বান্ধব। এই গোষ্ঠীর মধ্যে একটি ক্ষুদ্র অংশ আছে, যাঁরা আমাদের প্রিয়জন, শুভানুধ্যায়ী। তাঁরা আমাদের সম্পর্কে নানান কথা বলে বেড়াবে না। তাঁদের কিছু জিজ্ঞাস্য থাকলে তাঁরা আমাদেরই জিজ্ঞেস করবে। এ ক্ষুদ্র গোষ্ঠীর বাইরে জানা-পরিচিতদের একটি অংশই আমাদের তথাকথিত ‘মাইনষে’।
এবার প্রশ্ন হচ্ছে, কেন এরা আমাদের সম্পর্কে নানান কথা বলবে, রটনা করবে, পরচর্চায় লিপ্ত হবে? এর নানান কারণ থাকতে পারে। প্রথমত, যেহেতু এরা আমাদের শুভানুধ্যায়ী নয়, সুতরাং আমাদের নামে রটনা রটাতে তাদের বাধবে না। দ্বিতীয়ত, নিন্দা, পরচর্চা বা গুজব রটনা এদের অনেকেরই জীবনের অন্যতম লক্ষ্য হতে পারে। অতএব, অন্যের নামে নানান কথা প্রচার তাদের অন্যতম চিত্তবিনোদন হতে পারে।
এখন ‘মাইনষে’ যদি আমাদের নিয়ে কিছু ভাবে বা বলে, তাহলে কী আমাদের কিছু হবে? ক্ষণকালের জন্য সেসব বলা-কওয়া সামান্য ঢেউ তুললেও, চূড়ান্ত বিচারে সেসব ঢেউ মিলিয়ে যায়। আমরা হয়তো ভাবি যে, আমাদের সুনাম ‘মাইনষের’ কথায় ক্ষুণ্ণ হয়, আসলে শেষ পর্যন্ত তাতে আমাদের কিছুই হয় না। কারণ, ‘মাইনষের’ সব কওয়া-বলার বেশির ভাগই রটনাভিত্তিক গুজব, যার কোনো ভিত্তি নেই। আর তাতে সত্যতা যদি কিছু থাকেও, যা ‘মাইনষের’ কাছে গ্রহণযোগ্য নয়, আমরা তাকে অনায়াসেই উপেক্ষা করতে পারি।
‘মাইনষের’ এত কর্মকাণ্ডের মধ্যে আমাদের স্বস্তির জায়গাটুকু কোথায়? প্রথমত, ‘মাইনষেরা’ আমাদের শুভাকাঙ্ক্ষী বান্ধব নয়, সুতরাং আমাদের জন্য গুরুত্বপূর্ণও নয়। আসলে আমাদের জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ প্রিয়জন কিন্তু মুষ্টিমেয়, যাঁরা আমাদের ভালোবেসে আমাদের হাত ধরে আছে। আমরা যেন এঁদের থেকে আলাদা করে ‘মাইনষেদের’ চিনতে পারি।
দ্বিতীয়ত, মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে, আমাদের প্রত্যেকের ব্যাপারে ‘মাইনষেদের’ উৎসাহের সময়কাল মাত্র তিন মিনিট। সুতরাং তিন মিনিট পরেই তারা আমাদের ছেড়ে নতুন অন্য কাউকে ধরে। অতএব, আমাদের চিন্তার কোনো কারণ নেই। তিন মিনিটের খ্যাতির পরেই আমরা বিস্মৃতির অতল গর্ভে
চলে যাব।
তৃতীয়ত, আমরা যদি সর্ব অর্থেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ‘মাইনষে’ আমাদের নিয়ে নানান কথা বলতে পারে, কিন্তু তাতে আমাদের সদা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মানসিক রোগগ্রস্ত হওয়ার তো নয়ই।
চূড়ান্ত বিচারে, আমাদের জীবন আমাদেরই। আমরা ঠিক করব আমরা কেমন করে জীবনকে যাপন করব। ‘মাইনষের কথার’ ভয়ে আমরা কেন সে যাপনার চাওয়া-পাওয়াকে টুঁটি চিপে হত্যা করব? কেন ‘মাইনষে’কে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার সুযোগ দেব? কেন নিজের জীবনকে শৃঙ্খলিত করব? জীবন তো একটাই এবং আমারই।
স্মৃতি যদি আমার সঙ্গে প্রতারণা না করে, তাহলে চরণ দুটো বোধ হয় এ রকমের: ‘করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।’ কামিনী রায়ের এ কবিতা ছোটবেলায় পড়ে পড়ে হদ্দ হয়ে গেছি। মুখস্থ করতে হয়েছে এ কবিতা, এর সারাংশ করতে হয়েছে, ভাবার্থ লিখেছি এ কবিতার।
শৈশব-কৈশোরে আমাকে নানান যন্ত্রণা দেওয়া এ কবিতার আসল মর্মার্থ জীবনের এ প্রান্তে এসে বোধগম্য হলো। একেবারে সাদামাটা কথায় এর অর্থ হচ্ছে ‘মাইনষে কী কবে’। আমরা প্রতিনিয়ত শঙ্কিত আমাদের সম্পর্কে মাইনষে ‘কী ভাববে’ আর ‘কী বলবে’। এই ‘মাইনষে-ভীতি’ আমাদের এক অর্থে শৃঙ্খলিত করে রেখেছে, যার ফলে আমাদের মন যা চায় তা আমরা করি না, যা আমাদের বলার ইচ্ছে, তা আমরা বলি না, জীবনের বহু স্বাদ-আহ্লাদ আমরা অবদমিত করে রাখি।
কটা প্রশ্ন দিয়ে শুরু করি। কারা এই ‘মাইনষে’? কেন তারা আমাদের নিয়ে কথা কইবে বা ভাববে? এই যে ‘মাইনষে’ আমাদের নিয়ে নানান কথা বলবে—তা কি প্রকৃত শঙ্কা, না আমাদের মনের অমূলক ভীতি? আর ‘মাইনষে’ যদি আমাদের নিয়ে ভাবেই বা বলেই, তাহলে কীই–বা হবে আমাদের?
আমাদের প্রত্যেকের জীবনে এই ‘মাইনষে’ কিন্তু ‘আমজনতা’ নয়, রাস্তার পথচারী নন, এরা হচ্ছে যারা আমাদের চেনাশোনা, জানা-পরিচিত, স্বজন-বান্ধব। এই গোষ্ঠীর মধ্যে একটি ক্ষুদ্র অংশ আছে, যাঁরা আমাদের প্রিয়জন, শুভানুধ্যায়ী। তাঁরা আমাদের সম্পর্কে নানান কথা বলে বেড়াবে না। তাঁদের কিছু জিজ্ঞাস্য থাকলে তাঁরা আমাদেরই জিজ্ঞেস করবে। এ ক্ষুদ্র গোষ্ঠীর বাইরে জানা-পরিচিতদের একটি অংশই আমাদের তথাকথিত ‘মাইনষে’।
এবার প্রশ্ন হচ্ছে, কেন এরা আমাদের সম্পর্কে নানান কথা বলবে, রটনা করবে, পরচর্চায় লিপ্ত হবে? এর নানান কারণ থাকতে পারে। প্রথমত, যেহেতু এরা আমাদের শুভানুধ্যায়ী নয়, সুতরাং আমাদের নামে রটনা রটাতে তাদের বাধবে না। দ্বিতীয়ত, নিন্দা, পরচর্চা বা গুজব রটনা এদের অনেকেরই জীবনের অন্যতম লক্ষ্য হতে পারে। অতএব, অন্যের নামে নানান কথা প্রচার তাদের অন্যতম চিত্তবিনোদন হতে পারে।
এখন ‘মাইনষে’ যদি আমাদের নিয়ে কিছু ভাবে বা বলে, তাহলে কী আমাদের কিছু হবে? ক্ষণকালের জন্য সেসব বলা-কওয়া সামান্য ঢেউ তুললেও, চূড়ান্ত বিচারে সেসব ঢেউ মিলিয়ে যায়। আমরা হয়তো ভাবি যে, আমাদের সুনাম ‘মাইনষের’ কথায় ক্ষুণ্ণ হয়, আসলে শেষ পর্যন্ত তাতে আমাদের কিছুই হয় না। কারণ, ‘মাইনষের’ সব কওয়া-বলার বেশির ভাগই রটনাভিত্তিক গুজব, যার কোনো ভিত্তি নেই। আর তাতে সত্যতা যদি কিছু থাকেও, যা ‘মাইনষের’ কাছে গ্রহণযোগ্য নয়, আমরা তাকে অনায়াসেই উপেক্ষা করতে পারি।
‘মাইনষের’ এত কর্মকাণ্ডের মধ্যে আমাদের স্বস্তির জায়গাটুকু কোথায়? প্রথমত, ‘মাইনষেরা’ আমাদের শুভাকাঙ্ক্ষী বান্ধব নয়, সুতরাং আমাদের জন্য গুরুত্বপূর্ণও নয়। আসলে আমাদের জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ প্রিয়জন কিন্তু মুষ্টিমেয়, যাঁরা আমাদের ভালোবেসে আমাদের হাত ধরে আছে। আমরা যেন এঁদের থেকে আলাদা করে ‘মাইনষেদের’ চিনতে পারি।
দ্বিতীয়ত, মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে, আমাদের প্রত্যেকের ব্যাপারে ‘মাইনষেদের’ উৎসাহের সময়কাল মাত্র তিন মিনিট। সুতরাং তিন মিনিট পরেই তারা আমাদের ছেড়ে নতুন অন্য কাউকে ধরে। অতএব, আমাদের চিন্তার কোনো কারণ নেই। তিন মিনিটের খ্যাতির পরেই আমরা বিস্মৃতির অতল গর্ভে
চলে যাব।
তৃতীয়ত, আমরা যদি সর্ব অর্থেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ‘মাইনষে’ আমাদের নিয়ে নানান কথা বলতে পারে, কিন্তু তাতে আমাদের সদা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মানসিক রোগগ্রস্ত হওয়ার তো নয়ই।
চূড়ান্ত বিচারে, আমাদের জীবন আমাদেরই। আমরা ঠিক করব আমরা কেমন করে জীবনকে যাপন করব। ‘মাইনষের কথার’ ভয়ে আমরা কেন সে যাপনার চাওয়া-পাওয়াকে টুঁটি চিপে হত্যা করব? কেন ‘মাইনষে’কে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার সুযোগ দেব? কেন নিজের জীবনকে শৃঙ্খলিত করব? জীবন তো একটাই এবং আমারই।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
১ দিন আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
১ দিন আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
১ দিন আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
১ দিন আগে