‘বুলিং’ শুরু ঘর থেকেই
ঈদের দিন। দীপাদের বাড়িভর্তি অতিথি। দীপা একটু না, বেশ রোগা বলা চলে। শাড়ি, সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন—যেমন পোশাকই পরুক না কেন, এই দৈহিক গড়নের জন্য তাকে নিয়ে পরিবার, ক্লাসরুম বা বন্ধুমহলে কম হাসি-ঠাট্টা হয় না। সেদিনও এর ব্যতিক্রম হয়নি।