পত্রিকা বিলি করে ৩৭ বছর
যতক্ষণ পাঠকের হাতে গরম তরতাজা সংবাদপত্র তুলে দিতে না পারছেন, ততক্ষণ মাথায় রাজ্যের চিন্তা। পত্রিকা পাঠকের হাতে দেওয়ার পর দুশ্চিন্তা কমে তাঁর। বৃষ্টি-বাদলা বা স্বজন বিয়োগের শোক কিছুই থামাতে পারে না তাঁকে। পুরোনো আধভাঙা সাইকেল নিয়ে তিন জেলায় বিচরণ মানু চন্দ্র মহাজনের।