Ajker Patrika

ফটিকছড়িতে খুন্তির ছ্যাঁকায় ঝলসে গেছে শিশুর শরীর

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 
ফটিকছড়িতে খুন্তির ছ্যাঁকায় ঝলসে গেছে শিশুর শরীর

চট্টগ্রামের ফটিকছড়িতে শাহীন মনি নামের তিন বছরের এক শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে পুরো শরীর ঝলসে দিয়েছে সৎমা। গত শনিবার রাতে উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আবদুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

গতকাল রোববার রাতে আহত শিশুর বাবা মোহাম্মদ করিম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ সৎমা নিগার সুলতানা বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মনিকে তার সৎমা গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার পর তালাবদ্ধ ঘরে বেঁধে রাখে যাতে কেউ জানতে না পারে। পরে রোববার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানান। তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন বর্বর ঘটনা খুবই নিন্দনীয়। আমরা খবর পেয়ে সৎমাকে গ্রেপ্তার করেছি। তাঁকে আদালতে হাজির করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত