Ajker Patrika

এবার আগেভাগে টিকা পেলেন ফটিকছড়ি ইউনিয়নের মানুষ

নিজস্ব প্রতিবেদক ও ফটিকছড়ি প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৫: ৪৭
এবার আগেভাগে টিকা পেলেন ফটিকছড়ি ইউনিয়নের মানুষ

ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে কোভিড টিকা দেওয়া এখনো শুরু হয়নি। ৭ আগস্ট থেকে গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তবে ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়নে এরই মধ্যে টিকা দেওয়া শুরু হয়ে গেছে। 

গত শনিবার (৩১ জুলাই) ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করে এই টিকা দেওয়া হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ১ হাজার ৬০২ জন কোভিড টিকা পান। এর মধ্যে আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ও আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় নারীদের। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবীল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, উপজেলা থেকে ওই ইউনিয়নটি অনেক দূরে। তাই মানুষের সুবিধার্থে ওই দুটি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, টিকা পাওয়া সবাই আবদুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা। সরকারিভাবে ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে ৭ আগস্ট থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত আছে। 

আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি টিকা পাওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন রকি, একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের অহিদুজ্জামান ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চেয়ারম্যান অহিদুল আলম রয়েছেন। তাঁরা সবাই শনিবার টিকা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। 

আক্কাছ উদ্দিন জানান, ওইদিন দুটি বুথের সামনে উপচেপড়া ভিড় ছিল। ভ্যাকসিন নিতে আসা মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্যকর্মীদের। 

সেখানে উপস্থিত ছিলেন–উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ইউএনও মো. মহিনুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম সালামত উল্লাহ চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচও) ডা. নাবীল চৌধুরী ও আবদুল্লাহ পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইউএনও মো. মহিনুল হাসান বলেন, ফটিকছড়ি অনেক বড় উপজেলা। ওই ইউনিয়নটি অনেক দূরে, মানুষের সুবিধার কথা মাথায় রেখে বাসিন্দাদের টিকা দেওয়া হয়েছে। 

তবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির আজকের পত্রিকাকে বলেন, এখন উপজেলা পর্যায়ে টিকাকরণ চলছে। ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে ৭ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা দেওয়ার অনুমোদনের জন্য ১০টি ক্যাটাগরিতে অনুমতি নিতে হয়। যারা আগেভাগে টিকা দিচ্ছেন তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। 

এর আগে ৩০ ও ৩১ জুলাই পটিয়া শোভনদন্ডী ইউনিয়নেও টিকা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করেছে স্বাস্থ্য বিভাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত