Ajker Patrika

ময়লার উৎকট গন্ধে পথ চলাও দায়

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ১৮
ময়লার উৎকট গন্ধে পথ চলাও দায়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার কুতুব শাহ বাড়ি সড়কের পাশে ময়লা ফেলায় দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। উৎকট দুর্গন্ধে সেখান দিয়ে চলাচল করতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

শারমিন আকতার নামের এক পথচারী ক্ষোভের সঙ্গে বললেন, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কের যদি হয় এই অবস্থা হয়, তা হলে অন্যগুলোর যে কী অবস্থা!

তারেকুল ইসলাম আশু নামের আরেক পথচারী বলেন, এলাকার বাসিন্দারা বর্জ্য ফেলে এই অবস্থার তৈরি করেছেন।

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘বর্জ্যের দুর্গন্ধে অফিস করাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। শিগগিরই বিষয়টি লিখিত আকারে সংশ্লিষ্টদের জানানো হবে।’

ওই এলাকার দোকানি মো. আবদুল মুনাফ বলেন, সেখানে ময়লা না ফেলার জন্য বাসিন্দাদের অনেকবার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন দেখে পৌর কর্তৃপক্ষ নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করে। কিন্তু তাঁরা সেখানে ময়লা ফেলেই যাচ্ছেন। বিষয়টি আমি পৌর মেয়রকে জানিয়েছি।’

নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘এলাকার পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা থাকা উচিত। সবাইকে বুঝতে হবে যে, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত