Ajker Patrika

আমনের এলাকায় বাড়ছে আখের চাষ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৪
আমনের এলাকায় বাড়ছে আখের চাষ

আমন চাষাবাদের এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাড়ছে আখের চাষ। উপজেলার কুম্ভারপাড়া গ্রামের চাষিরা এখন আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন। ওই গ্রামের খেতজুড়ে আখের সমারোহ। চাষ করা খেত থেকে ইতিমধ্যে আখ বিক্রি চলছে। ভালো ফলন ও দাম পেয়ে কৃষকের মুখে হাসি।

সূত্র জানায়, উপজেলার কুম্ভারপাড়া বিলে প্রতি বছর আমন চাষ করেন কৃষকেরা। কয়েক বছর ধরে ধানের দাম না পাওয়ায় তাঁরা বিকল্প ফসল আবাদের চিন্তা করেন। এরই মধ্যে কয়েক মৌসুম থেকে ধরে আখ চাষ শুরু করেন। তাঁদের সাফল্য দেখে এখন রোসাংগিরী, সমিতিরহাট, সুয়াবিল, আবদুল্লাহপুর, লেলাং ও দৌলতপুরেও ছড়িয়ে পড়েছে আখের চাষ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩২ হেক্টর জমিতে আখের চাষবাদ করা হয়েছে। এছাড়া এর বাইরে আরও ৩০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। যেখানে গত দুই বছর আগেও ছিল ১৮ হেক্টর। বছর বছর চাষ বাড়ায় কৃষকেরাও খুশি।

কুম্ভারপাড়া গ্রামের চাষি মুহাম্মদ আবদুল নবীবলেন, ‘আশপাশের সব জায়গাতে আখের চাষ হয়েছে। অনেকেই খেত থেকে বিক্রি করছেন। আমিও ২৬ শতকে চাষ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত