Ajker Patrika

ফটিকছড়িতে গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার-১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার-১

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে এক তরুণীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগে উঠেছে। গত সোমবার রাতে এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নতুন পাড়া এলাকার আবদুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর তিনি খাগড়াছড়ির জেলা পানছড়ি গ্রামে বাবার বাড়িতে চলে যান। পরে চট্টগ্রাম নগরের একটি গার্মেন্টসে চাকরি নেন। 
 
একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে ফটিকছড়ির দাঁতমারা ইউপির তাঁরাকো এলাকার জোছনা নামের এক নারীর সঙ্গে সখ্যতা হয়। গত সোমবার সন্ধ্যায় জোছনা তাঁকে ফুসলিয়ে পূর্ব সোনাই গ্রামে নিয়ে আসেন। রাতে পূর্ব সোনাই গ্রামের একটি রাবার বাগানে এনে আরিফসহ চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতে ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে থানায় মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়। 
 
আসামিরা হলেন দাঁতমারা ইউপির নতুনপাড়ার মো. আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (২৫), পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার ছেলে নুর মিয়া (২৫), ২ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৫) ও কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার ছেলে জাকির হোসেন (২২)। অভিযুক্তদের মধ্যে পুলিশ আরিফকে গ্রেপ্তার করেছে। 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দিন বলেন, পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত