Ajker Patrika

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ 

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ 

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন শান্তিরহাট বাজারের কাছে গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আমির হোসেন (২৬), মো. রিদোয়ান (১৮), মো. শওকত হোসেন (৪২), শেফাত হোসেন (১৭), মো. হেলাল উদ্দিন (১৮), মো. তাসিফ (১৬)। তাঁদের সকলের বাড়ি উপজেলা নারায়ণহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভুজপুর অভিমুখে যাওয়া সিএনজি অটোরিকশাটি শান্তিরহাট বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’ 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ফাতেমাতুজ্ জোহরা বলেন, ‘প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চমেকে রেফার করা হয়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত