Ajker Patrika

ফটিকছড়িতে ছিনতাইকারীর লুটের স্বর্ণ কেনার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 
ফটিকছড়িতে ছিনতাইকারীর লুটের স্বর্ণ কেনার অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামের বিভিন্ন ছিনতাইকারীর লুট করা স্বর্ণ কিনতেন সুজন ধর। নগরীর শেরশাহ বাংলা বাজার এলাকায় প্রভা জুয়েলার্স নামে তাঁর নিজ প্রতিষ্ঠানের আড়ালে এ কাজ করতেন তিনি। এমন অভিযোগে ১৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করেন ডবলমুরিং থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন ধর ফটিকছড়ির রায়পুর গ্রামের মৃত দিজেন্দ্রলাল ধরের ছেলে।

জানা যায়, সুজন একাধিকবার মদসহ ফটিকছড়ি থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানাতেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগপত্র জমা রয়েছে। এমনকি বিগত কয়েক মাস আগেও সম্পত্তির মামলা বাদী বিবাদীর সম্মতিতে স্থানীয় পরিষদে নিষ্পত্তি করা হলেও বিচারের রায় না মেনে প্রতিপক্ষের ওপর হামলা ও মিথ্যা মামলা দেন তিনি।

বণিক পাড়ার কয়েকজন বলেন, আমরা সুজন ধরের নির্যাতন ও মায়ের অকথ্য ভাষায় গালাগালির জন্য বাড়ি ছাড়া হয়েছি। সুজন আমাদের ঘরে অস্ত্র ও ইয়াবা দিয়ে পুলিশকে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। শহরের যে কোন জায়গায় পেলে হত্যা করবে বলেও ভয়ভীতি দেখান।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ বলেন, সুজন চেয়ারম্যান, মেম্বার ও সমাজ কোনো কিছুকে তোয়াক্কা করে না। সে গ্রামে এসে নানারকম অবৈধ কাজ করে আবার শহরে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ এবং কয়েকটি মামলা রয়েছে। এমনকি তাঁর অত্যাচারে এলাকার কয়েকটি পরিবার ঘরছাড়াও হয়েছে।

ওসি আরও বলেন, ১১ মামলার আসামি রুবেলের ছিনতাইকৃত স্বর্ণ কিনতেন সুজন। লুট করা স্বর্ণ ক্রয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত