Ajker Patrika

সেই গেস্টহাউসে বন্ধ হয়নি অসামাজিক কাজ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩২
সেই গেস্টহাউসে  বন্ধ হয়নি অসামাজিক কাজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে বিতর্কিত ‘ঈশা গেস্ট হাউসে’ অসামাজিক কার্যকলাপ বন্ধ হচ্ছে না। দিন-রাতে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছে। সম্প্রতি উপজেলা প্রশাসন সেখান থেকে তিন তরুণীকে আটক করেছিল। এ সময় গেস্ট হাউসটি সিলগালা করে দেওয়া হয়।

কয়েক দিন বন্ধ থাকার পর বর্তমানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম চলছে। পেছনে গ্রিল কেটে ফের সেখানে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় শ্রমিক নেতা মো. আলী আক্কাস মজুমদার ভূট্টো ওই গেস্ট হাউসটির মালিক। স্থানীয়রা অভিযোগ করেন তিনি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলমের ছত্রছায়ায় এসব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রাতে এখানে জুয়া ও মাদক সেবনের আসরও বসে। বাজারের ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সেখানে কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু কোনোভাবেই এখানে অবৈধ কার্যকলাপ বন্ধ হয়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. আবুল কালাম বলেন, এসব চলতে থাকলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এটি বন্ধ করতে প্রশাসনকে কঠোর হতে হবে।

তবে এ বিষয়ে গেস্ট হাউসের মালিক মো. আলী আক্কাস মজুমদার ভুট্টো বলেন, ‘এটি আমি পরিচালনা করি না। ভাড়াটিয়ারা চালান। সুতরাং তাঁরা বলতে পারবেন, কি হচ্ছে না হচ্ছে। কে কি বলল তাতে আমার কিছু যায়-আসে না।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসবে জড়িত নই। কেউ কেউ আমার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারে নেমেছে।’

দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম আবছার বলেন, ‘অভিযান পরিচালনার পর এটি বন্ধ রাখা হলেও এখন আবার চলছে কিনা তা জানা নেই। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘সম্প্রতি অনৈতিক কার্যকলাপের অভিযোগে সেখান থেকে কয়েক তরুণীকে আটক করা হয়। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলাও হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত