Ajker Patrika

হুমকি দেওয়ার অভিযোগমামলার বাদীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৬
হুমকি দেওয়ার অভিযোগমামলার বাদীর

দেড় বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেদ কামাল। এই হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী তাঁর মা জাহানারা বেগম অভিযোগ করেছেন, তাঁর ছেলের হত্যাকারীরা প্রতিনিয়ত তাঁকেও হুমকি-ধমকি দিচ্ছে।

গত রোববার নানুপুরের বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘প্রকাশ্যে যাঁরা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। মামলার অন্যতম আসামি মান্নান, মোস্তাক, মাছুম, মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে। যাঁদের গ্রেপ্তার করেছে তারাও জামিনে এসে আমাকে এবং আমার আরেক ছেলেকে হত্যার হুমকি দিচ্ছেন। এক বুকের ধনকে তাঁরা কেড়ে নিয়েছে, আরেকজনকে হারালে আমি কী নিয়ে বাঁচব?’

এ সময় প্রশাসনের কাছে পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তা দাবি করে জাহানারা বেগম বলেন, ‘মামলার প্রধান আসামি বাকের জামিনে এসে বিভিন্ন জনের মাধ্যমে আমাদের হত্যার হুমকি দিচ্ছেন।’

গত বছরের ১১ জুন নানুপুর বাজারে রাসেদ কামালকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ফটিকছড়ি থানা হয়ে বর্তমান মামলার দায়িত্বভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাহদাত বলেন, ‘মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আদালতে শিগগিরই অভিযোগপত্র দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত