Ajker Patrika

মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৪, ২১: ০৯
মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৬

সিলেটের জৈন্তাপুরে মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় প্রথম খণ্ড গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজি রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)। অপরপক্ষের একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাদ জুমা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ–পরবর্তী মহল্লায় নতুন এক বাসিন্দাকে মহল্লায় ওঠানোর বিষয় নিয়ে দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত ব্যক্তিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দুপক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। 

জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবুও সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিলেটে রেললাইনে শুয়ে ৩ দফা বাস্তবায়নের দাবি

সিলেট প্রতিনিধি
সিলেটে রেললাইনে শুয়ে তিন দফা বাস্তবায়নের দাবি। ছবি: আজকের পত্রিকা
সিলেটে রেললাইনে শুয়ে তিন দফা বাস্তবায়নের দাবি। ছবি: আজকের পত্রিকা

সিলেটে নতুন ট্রেন চালুসহ তিন দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রেললাইনের ওপর ১০ মিনিট শুয়ে থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে লোকজন।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু, রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের মান উন্নয়ন, সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন এবং সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করার জোর দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, সিকসের উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল প্রমুখ।

গত ২৩ সেপ্টেম্বর সিলেট-ঢাকা রেললাইন ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ ২৩ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উদ্ধার হওয়া ৫৮ লাখ ৮৪ হাজার টাকা। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া ৫৮ লাখ ৮৪ হাজার টাকা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় ভল্ট থেকে উইন্ডো গ্রুপের ১ কোটি টাকা চুরির ঘটনায় ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরায় উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আজ বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উইন্ডো গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজাম (৩৭) এবং তাঁর সহযোগী সাইদুর রহমান (৪৩)।

মহিদুল ইসলাম জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরে উইন্ডো গ্রুপে ৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভল্ট থেকে ১ কোটি টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ অক্টোবর উইন্ডো গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসিম মিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজামকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

মহিদুল ইসলাম বলেন, ৫ অক্টোবর আসামি রাশেদ নিজাম অফিসে না আসায় তাঁর দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে তিনজন স্টাফকে নিজামের বাসায় পাঠানো হলে তাঁর কোনো সন্ধান দিতে পারেননি তাঁর স্ত্রী। এ নিয়ে হাসিম মিয়ার মনে সন্দেহের সৃষ্টি হলে মানবসম্পদ বিভাগ থেকে নিজামের ব্যক্তিগত ফাইলের খোঁজ করেন তিনি।

মানবসম্পদ বিভাগে কর্মরত মো. সিদ্দিক জানান, ৪ অক্টোবর সকালে নিজাম তাঁর অফিস ফাইল ফটোকপি করার জন্য নিয়ে আর দেননি। পরে অফিসের সিসি ক্যামেরায় দেখা যায়, ৩ অক্টোবর সন্ধ্যায় নিজাম ভল্ট খুলে লকার থেকে নগদ টাকা একটি নীল রংয়ের ব্যাগে নিয়ে বের হন। পরদিন সকালেও একইভাবে ভল্ট খুলে নগদ টাকা ব্যাগে নিয়ে সকাল পৌনে ৮টায় ব্যাগটি নিরাপত্তাকর্মীর কাছে দেন। সকাল সাড়ে ৯টার দিকে কাউকে কিছু না বলে অফিস থেকে বেরিয়ে নিরাপত্তাকর্মীর কাছ থেকে ব্যাগটি নিয়ে চলে যান তিনি। পরে উইন্ডো গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসারকে বোর্ডে রাখা টাকার হিসাব করতে বললে তিনি জানান, সেখানে নগদ এক কোটি টাকা নেই।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাজধানীর পল্লবীর বাসা থেকে গতকাল মঙ্গলবার নিজামকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে তাঁর লাগেজ থেকে ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনি বাজার থেকে তাঁর সহযোগী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাঁর কাছ থেকে ২৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্তার কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ বাড়বে রোববার থেকে

বাসস, ঢাকা  
ফাইল ছবি
ফাইল ছবি

রাষ্ট্রপরিচালিত মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে ট্রেন চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। নতুন পরিকল্পনাটি আগমন এবং প্রস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।

এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।

উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের ঘটনার বিচার, ক্ষতিপূরণসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে (স্বাধীনতা চত্বর) এনসিপির ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের আয়োজনে এই সমাবেশ হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব সমাবেশে তিনটি দাবি উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ রাসায়নিকের গুদাম, গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচার করা, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সব রাসায়নিকের গুদাম অতি দ্রুত সরানো।

সমাবেশে আরিফুল ইসলাম বলেন, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা এসব এলাকা তদারকির দায়িত্বে আছেন, তাঁদের গাফিলতিও তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মনসুর আবদুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সরদার আমিনুল, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত