Ajker Patrika

ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় আ.লীগ নেতা আটক 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২: ০৪
ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় আ.লীগ নেতা আটক 

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার নয়ন কুমার সাহা।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মর্নেয়া ইউনিয়নের সদস্য শরিফুল ইসলামের বাড়ির পাশে তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর। আজ মঙ্গলবার বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার নয়ন কুমার সাহা। 

এ সময় ঘটনাস্থল থেকে দুটি বালুভর্তি ট্রলি জব্দ করা হয়। ট্রলি দুটি থানায় নিয়ে যাওয়ার সময় মহসিন ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেন এবং আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ করেন। পরে তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে আটক হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর ও তাঁর স্ত্রীর সঙ্গে থানায় কথা হয়। মহসিনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এর আগে কখনো বালু উত্তোলন করিনি। এই প্রথম আমাদের কবরস্থান ভরাটের জন্য তিস্তা নদী থেকে দুটি টলিতে মাটি নিয়ে আসছিলাম। এ সময় ভূমি কর্মকর্তা নয়ন কুমার সাহা আমাদের বাধা দেন এবং আমার স্বামীর শার্টের কলার ধরে তাঁকে গাড়িতে করে থানায় নিয়ে আসেন।’

গঙ্গাচড়া থানায় নিয়ে আসা বালুভর্তি গাড়িএই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিস্তা নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশকে পাঠাই। ওই গ্রাম পুলিশ ঘটনাস্থলে দুটি বালুভর্তির টলি আটক করে আমাকে জানালে মহসিন ওই গ্রাম পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি গিয়ে সেখান থেকে বালুভর্তি গাড়ি দুটো নিয়ে আসার সময় মহসিন আমাকেও গালিগালাজ করেন এবং বাধা দেন। আমরা এ জন্য তাঁকে আটক করি। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বালুমহাল ও মাটি ব্যবস্থা আইনে মামলা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা ও বালু উত্তোলনের দায়ে মর্নেয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুরকে আটক করা হয়েছে। মর্নেয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মনোয়ার হোসেন বাদী হয়ে তাঁর নামে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত