Ajker Patrika

ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলায় পানি বাড়ার পূর্বাভাস

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৫, ১৮: ৩৫
ব্রহ্মপুত্র। ফাইল ছবি
ব্রহ্মপুত্র। ফাইল ছবি

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়তে পারে। আগামী তিন থেকে চার দিন এসব নদ-নদীতে পানি বাড়া অব্যাহত থাকতে পারে। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে। আজ শনিবার (১৭ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এই তথ্য জানান।

গতকাল শুক্রবার (১৬ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে। তবে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই থেকে তিন দিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। ফলে এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।

মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলায়ও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত