Ajker Patrika

রংপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

তিনি জানান, আল-আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি। রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন তিনি। আল-আমিন স্টেশন বাবুপাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের জেলা কমিটির সদস্য।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. মজিদ আলী বলেন, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই থাকুক, সেখান থেকেই তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ।

গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মাহামুদুল হাসান মুন্না রংপুর শহরের মিনি সুপার মার্কেটের পাশে ভাঙা মসজিদের সামনে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মনে করে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন মুন্না। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ২৯ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুধু ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

ন্যাটোকে ভাঙতে ধূসর খেলায় নেমেছেন পুতিন, দরকার তিন ব্যর্থতা

খাদ্যের ধরন পাল্টে বছরে দেড় কোটি মানুষ বাঁচানো সম্ভব: গবেষণা

শিগগির প্রতি আসনে একজন প্রার্থীকে ‘সবুজসংকেত’ দেবে বিএনপি: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত