Ajker Patrika

ব্যালট বাক্স ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ব্যালট বাক্স ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই হয়। এ ঘটনার প্রধান আসামি আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা-পুলিশ। 

আসামি আফাজ উদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত ওই ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। 

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই ব্যালট উদ্ধার করে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়। 

এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের নেতৃত্বে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে হামলা চালিয়ে ব্যালট পেপারসহ ব্যালট বাক্স ছিনতাই করেছে মর্মে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত