ঢাবি সংবাদদাতা
সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে বলে জানা গেছে। আন্দোলনের ১১তম দিনে আজ রোববার সকালে শাহবাগে অবস্থান নেন তাঁরা। শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের চার প্রতিনিধি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করতে যান। তারপর বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নেন নিয়োগ বঞ্চিতরা।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের সমাবেশ শুরু হয়। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার পর চারজন প্রতিনিধি মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিরা হলেন— তালুকদার পিয়াস, জেরিন আক্তার, নাহিদ ইসলাম ও সৌরভ আহমেদ।
শরীয়তপুর থেকে সমাবেশে আসা আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহাসমাবেশ চলমান রয়েছে। পাশাপাশি আলোচনাও চলছে। আমরা সম্মিলিতভাবে এখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর থেকে আমরা আন্দোলন ও সমাবেশ করে যাচ্ছি। আমরা এই শাহবাগে অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিলও কেউ করেনি। তাই আমরা আজকে এখানে সমাবেশ করছি।’
এর আগে সচিবালয়ে যাওয়া প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা ও আন্দোলন এক সঙ্গে চলবে। বিকেলে আন্দোলনকারী শিক্ষকেরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার কথা রয়েছে।
সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে বলে জানা গেছে। আন্দোলনের ১১তম দিনে আজ রোববার সকালে শাহবাগে অবস্থান নেন তাঁরা। শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের চার প্রতিনিধি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করতে যান। তারপর বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নেন নিয়োগ বঞ্চিতরা।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের সমাবেশ শুরু হয়। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার পর চারজন প্রতিনিধি মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিরা হলেন— তালুকদার পিয়াস, জেরিন আক্তার, নাহিদ ইসলাম ও সৌরভ আহমেদ।
শরীয়তপুর থেকে সমাবেশে আসা আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহাসমাবেশ চলমান রয়েছে। পাশাপাশি আলোচনাও চলছে। আমরা সম্মিলিতভাবে এখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর থেকে আমরা আন্দোলন ও সমাবেশ করে যাচ্ছি। আমরা এই শাহবাগে অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিলও কেউ করেনি। তাই আমরা আজকে এখানে সমাবেশ করছি।’
এর আগে সচিবালয়ে যাওয়া প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা ও আন্দোলন এক সঙ্গে চলবে। বিকেলে আন্দোলনকারী শিক্ষকেরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে