Ajker Patrika

ভাটারায় বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২৩: ০০
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২জুলাই) সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলে পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)। এ ছাড়া হালিম শেখের স্ত্রী শিউলি বেগম সামান্য দগ্ধ হয়েছেন। হালিম ডিস লাইনের কাজ করেন। ছেলে হানিফ গাড়িচালক।

শিউলি বেগম জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন। সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে তিনি পাশের রুমে কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রান্না ঘরের পাশেই ছিল বাবা-ছেলে। এতে তাদের দু’জনের শরীরেই আগুন ধরে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে হালিম শেখের শরীরের ৭০ শতাংস ও হানিফে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

মার্কা শাপলাই হতে হবে, না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত