গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মোল্লাবাড়ী কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়।
তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় অপ্রত্যাশিত ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত না করার বিষয়ে কিছু সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনদের বক্তব্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, যেখানে উল্লেখ করা হয় যে...
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার দুই দফা মারধরের দুদিন পর নিহত জেলে ওবায়দুল হাওলাদারের (৪০) লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে তালতলী থানা-পুলিশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়...