Ajker Patrika

যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের তিনজনের মধ্যে গৃহবধূটির মৃত্যু হয়েছে। তাঁর স্বামী ও তিন বছরের মেয়েকে ঘিরে আশঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইতি আক্তার (৩০) মারা যান বলে নিশ্চিত করেছেন সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের (৪০) শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীদের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত