Ajker Patrika

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক­
বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ চাকরিপ্রার্থীদের। ছবি: আজকের পত্রিকা
বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ চাকরিপ্রার্থীদের। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেয়। তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

আন্দোলনের সমন্বয়ক সোহেল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ১১টায় সমাবেশের আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদের মাইক নিয়ে যায়। দুই ঘণ্টা পর সেটা ফেরত দেয়। আমাদের সমাবেশ চলছে। সন্ধ্যা নাগাদ সমাবেশ চলবে।’

বিক্ষোভকারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন। তাঁরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গত ১২ বছর ধরে এই দাবি জানিয়ে আসলেও সরকার তাঁদের কথা শুনছে না। ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তাঁরা।

দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস দিতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত