আজকের পত্রিকা ডেস্ক
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেয়। তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
আন্দোলনের সমন্বয়ক সোহেল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ১১টায় সমাবেশের আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদের মাইক নিয়ে যায়। দুই ঘণ্টা পর সেটা ফেরত দেয়। আমাদের সমাবেশ চলছে। সন্ধ্যা নাগাদ সমাবেশ চলবে।’
বিক্ষোভকারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন। তাঁরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গত ১২ বছর ধরে এই দাবি জানিয়ে আসলেও সরকার তাঁদের কথা শুনছে না। ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তাঁরা।
দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস দিতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেয়। তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
আন্দোলনের সমন্বয়ক সোহেল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ১১টায় সমাবেশের আয়োজন করি। প্রথমে পুলিশ আমাদের মাইক নিয়ে যায়। দুই ঘণ্টা পর সেটা ফেরত দেয়। আমাদের সমাবেশ চলছে। সন্ধ্যা নাগাদ সমাবেশ চলবে।’
বিক্ষোভকারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন। তাঁরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। গত ১২ বছর ধরে এই দাবি জানিয়ে আসলেও সরকার তাঁদের কথা শুনছে না। ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তাঁরা।
দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস দিতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৯ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৮ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে