Ajker Patrika

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, আহত ও দগ্ধ ৭ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ জুন ২০২৪, ০০: ১০
রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, আহত ও দগ্ধ ৭ 

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে। 

আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে বাঁশেরপুল জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাঁদেরকে হাসপাতালে নেওয়া হয়। 

আহতরা হলেন তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), দগ্ধরা হলেন, রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭) 

তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা স্টিল মিলের সুপারভাইজার মো. সাকিব খান বলেন, রাতে স্টিল মিলে গিয়ার যন্ত্রে ত্রুটি দেখা দেয়। সে কারণে ওই সাতজনের মেকানিক্যাল টিম যন্ত্রটি মেরামত করছিলেন। এ সময় সেই গিয়ার যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত সবাই আহত ও দগ্ধ হন। 

আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ তাঁর টিম নিয়ে গিয়ার যন্ত্রটি খুলছিলেন। এ সময় যন্ত্রটি অতিরিক্ত হিটের কারণে বিস্ফোরণ ঘটে। তখন খুব কাছাকাছি থাকায় তিনি নিজে সুজন ও আমিনুল নামে আরেকজনের বুকে, হাতে আঘাত লাগে। আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে বিস্ফোরণে গরম বাতাস গিয়ে লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি চারজনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত