Ajker Patrika

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নূরুজ্জামান লাবু। ছবি: সংগৃহীত
বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নূরুজ্জামান লাবু। ছবি: সংগৃহীত

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংবাদ প্রকাশের জেরে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন লাবু।

এ ঘটনায় নূরুজ্জামান লাবু রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯০৪) করেছেন।

লাবু বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর হুমকির বিষয়টি আমাকে ভীত ও আতঙ্কিত করেছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট ব্যক্তি বা তার সহযোগীরা আমাকে কিংবা আমার পরিবারের কাউকে ক্ষতি করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছি।’

ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য হুমকিস্বরূপ। তাঁরা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং আইনের আওতায় আনার আহ্বান জানান।

নূরুজ্জামান লাবু বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত