Ajker Patrika

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিসহ তাঁর জমি, বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম মিন্টু জেলা পরিষদের এই সাবেক সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাঁর জমি-জমা, বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী আবুল কালাম আজাদের নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেউলপাড়া মৌজার ৬ শতাংশ জমি ও একটি চারতলা ভবন, ঢাকার নিউ বেইলি রোডের একটি ফ্ল্যাট, খুলনার সোনাডাঙ্গার দুটি জমি, ঢাকার দক্ষিণ চামিলিবাগের একটি দোকান ও ঢাকার মাতুয়াইলের ২১ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, আসামি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ৮৬ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তকালে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় বিদেশ চলে যেতে পারেন।

এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। অন্যদিকে তাঁর নামে অর্জিত স্থাবর সম্পদগুলো বিক্রি ও হস্তান্তরের চেষ্টা করছেন বলেও তদন্তে জানা গেছে। তাঁর স্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তরিত হলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। এসব কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

গাজা শান্তি সম্মেলনে ‘সুন্দরী’ মেলোনিকে নিয়ে মাতলেন বিশ্বনেতারা

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ