আজকের পত্রিকা ডেস্ক
মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে ভিন্ন কারণে সবার নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁকে ঘিরে বিশ্বনেতাদের আচরণ ও রসিকতা এমন একটি গুরুগম্ভীর সম্মেলনে অন্য মাত্রা দিয়েছে। এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো। কিন্তু আলোচনার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য শিরোনাম হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কট্টর তামাকবিরোধী। মেলোনিকে মঞ্চে দেখেই যেন তাঁর বহু বছরের নেশা ছাড়ানোর অভিযান শুরু করার মোক্ষম সুযোগ পেলেন! ইতালীয় দৈনিক ‘ইল ফোগলিও’ সূত্রে জানা যায়, এরদোয়ান অনেকটা স্বাস্থ্য পরিদর্শকের ঢঙে মেলোনিকে বলেন, ‘আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনাকে ধূমপান ছাড়িয়ে তবেই আমাকে থামতে হবে।’
কিন্তু এরদোয়ানের এই ‘গুরুগম্ভীর’ মিশনে জল ঢেলে দেন পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তৎক্ষণাৎ হেসে বলেন, ‘এটা অসম্ভব!’
মেলোনিও অবশ্য চ্যালেঞ্জটি লুফে নেন। ধূমপান ছাড়ার ফলে তাঁর মেজাজ বিগড়ে গিয়ে কী হতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি জানি, আমি জানি। তবে কাউকে খুন করতে চাই না!’ অর্থাৎ ধূমপান ছাড়ার চেয়ে আপাতত বিশ্বকে বাঁচানোই তাঁর কাছে বেশি জরুরি।
উল্লেখ্য, মেলোনি ১৩ বছর পর আবার ধূমপান শুরু করেছেন। তিনি জানিয়েছেন, এটা তাঁকে অন্য রাজনীতিকদের সঙ্গে মিশতে সাহায্য করে। তাঁর মতে, এটা তাঁর কূটনীতির এক নতুন স্তর।
এদিকে গাজার শান্তি প্রচেষ্টা নিয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে উপস্থিত একমাত্র নারী নেতা জর্জিয়া মেলোনিকে নিয়ে আরও এককাঠি সরেস হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনবার বিবাহিত ৭৯ বছর বয়সী ট্রাম্প ৪১ জন বিশ্বনেতার সামনে দাঁড়িয়ে রীতিমতো রাজনৈতিক ঝুঁকি নিয়ে ঘোষণা করেন, ‘তিনি একজন সুন্দরী যুবতী!’
অবশ্য ট্রাম্প স্বীকার করে নেন যে যুক্তরাষ্ট্রে এমন মন্তব্য করা কতটা ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘আমার এটা বলার অনুমতি নেই। কারণ, আমেরিকায় সাধারণত এমন কথা বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে আমি ঝুঁকি নেব।’ এরপর মেলোনির দিকে ঘুরে তিনি বলেন, ‘আপনাকে সুন্দরী বললে কিছু তো মনে করবেন না, তাই না? কারণ, আপনি তো সুন্দরীই!’
মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি। কারণ, ট্রাম্পের পিঠ ক্যামেরা আড়াল করে রেখেছিল। তবে অভিবাসন ও সাংস্কৃতিক ইস্যুতে তাঁর আদর্শগত মিত্র মেলোনিকে ট্রাম্প ‘অবিশ্বাস্য’ নেতা এবং ইতালির অত্যন্ত সফল রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে কোনো বিতর্কিত পরিস্থিতির সুযোগ দেননি।
মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে ভিন্ন কারণে সবার নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁকে ঘিরে বিশ্বনেতাদের আচরণ ও রসিকতা এমন একটি গুরুগম্ভীর সম্মেলনে অন্য মাত্রা দিয়েছে। এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো। কিন্তু আলোচনার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য শিরোনাম হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কট্টর তামাকবিরোধী। মেলোনিকে মঞ্চে দেখেই যেন তাঁর বহু বছরের নেশা ছাড়ানোর অভিযান শুরু করার মোক্ষম সুযোগ পেলেন! ইতালীয় দৈনিক ‘ইল ফোগলিও’ সূত্রে জানা যায়, এরদোয়ান অনেকটা স্বাস্থ্য পরিদর্শকের ঢঙে মেলোনিকে বলেন, ‘আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনাকে ধূমপান ছাড়িয়ে তবেই আমাকে থামতে হবে।’
কিন্তু এরদোয়ানের এই ‘গুরুগম্ভীর’ মিশনে জল ঢেলে দেন পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তৎক্ষণাৎ হেসে বলেন, ‘এটা অসম্ভব!’
মেলোনিও অবশ্য চ্যালেঞ্জটি লুফে নেন। ধূমপান ছাড়ার ফলে তাঁর মেজাজ বিগড়ে গিয়ে কী হতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি জানি, আমি জানি। তবে কাউকে খুন করতে চাই না!’ অর্থাৎ ধূমপান ছাড়ার চেয়ে আপাতত বিশ্বকে বাঁচানোই তাঁর কাছে বেশি জরুরি।
উল্লেখ্য, মেলোনি ১৩ বছর পর আবার ধূমপান শুরু করেছেন। তিনি জানিয়েছেন, এটা তাঁকে অন্য রাজনীতিকদের সঙ্গে মিশতে সাহায্য করে। তাঁর মতে, এটা তাঁর কূটনীতির এক নতুন স্তর।
এদিকে গাজার শান্তি প্রচেষ্টা নিয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে উপস্থিত একমাত্র নারী নেতা জর্জিয়া মেলোনিকে নিয়ে আরও এককাঠি সরেস হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনবার বিবাহিত ৭৯ বছর বয়সী ট্রাম্প ৪১ জন বিশ্বনেতার সামনে দাঁড়িয়ে রীতিমতো রাজনৈতিক ঝুঁকি নিয়ে ঘোষণা করেন, ‘তিনি একজন সুন্দরী যুবতী!’
অবশ্য ট্রাম্প স্বীকার করে নেন যে যুক্তরাষ্ট্রে এমন মন্তব্য করা কতটা ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘আমার এটা বলার অনুমতি নেই। কারণ, আমেরিকায় সাধারণত এমন কথা বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে আমি ঝুঁকি নেব।’ এরপর মেলোনির দিকে ঘুরে তিনি বলেন, ‘আপনাকে সুন্দরী বললে কিছু তো মনে করবেন না, তাই না? কারণ, আপনি তো সুন্দরীই!’
মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি। কারণ, ট্রাম্পের পিঠ ক্যামেরা আড়াল করে রেখেছিল। তবে অভিবাসন ও সাংস্কৃতিক ইস্যুতে তাঁর আদর্শগত মিত্র মেলোনিকে ট্রাম্প ‘অবিশ্বাস্য’ নেতা এবং ইতালির অত্যন্ত সফল রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে কোনো বিতর্কিত পরিস্থিতির সুযোগ দেননি।
পশ্চিম তীরের রামাল্লা কালচারাল সেন্টার তখন আবেগের মহামঞ্চ। এক দিকে ২৪ বছর পর মায়ের কোলে ফেরা সন্তান, অন্য দিকে প্রিয়জনের মুক্তি না পাওয়ায় বোনের বুকফাটা আর্তনাদ!
৭ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তাঁর দূত স্টিভ উইটকফ সশরীরে হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মূলত, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসের সঙ্গে তাঁরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।
২১ মিনিট আগেভারতের হরিয়ানা রাজ্যের আইপিএস অফিসার ওয়াই পুরাণ কুমারের (৫২) কথিত আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর এই কর্মকর্তা মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।
৩১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি দ্রুত ৩ বছর ধরে চলা যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে তাঁর দেশ ইউক্রেনকে দূরপাল্লার টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
২ ঘণ্টা আগে