নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন রেফারি। সেন্টার করেছে হংকং।
গোল মিসের হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ। জায়ান আহমেদের হেড থেকে আসা বলে গোলরক্ষক ফাঁকা পাওয়া গেলেও গোল করতে পারেনি বাংলাদেশ। ফলে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল হংকং।
প্রথমার্ধে ইনজুরি টাইম দেওয়া হয়েছে দুই মিনিট। প্রথম মিনিটে রাকিবের ক্রসে লাফিয়ে উঠলেও হেড দেওয়ার সুযোগ পাননি বক্সে থাকা জায়ান আহমেদ।
ম্যাচের ৪৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আসা হংকংয়ের আক্রমণ প্রতিরোধ করেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। তবে বাংলাদেশের রক্ষণ নড়বড়ে মনে হচ্ছে এখন।
ম্যাচের ৪২ মিনিটে এভেরতন কামারগোর থ্রু বল পাঠান ম্যাট অরের উদ্দেশে। বল পেলে বিপদ হতে পারত বাংলাদেশের। কিন্তু হামজা কোনো সুযোগই দেননি। বল পাওয়া মাত্রই ক্লিয়ার করেন তিনি।
তারিক কাজীর ভুলের মাশুল দিতে হলো বাংলাদেশকে। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে হংকংকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক ম্যাট অর। তাঁর বাঁ পায়ের শট বুঝতেই পারেননি মিতুল মারমা। বাংলাদেশ গোলরক্ষক ডান দিকে ঝাপ দিলেও অর বল মারেন বাঁ দিকে।
কী ভুল করলেন তারিক কাজী! ৩৪ মিনিটে বক্সের ভেতর বল দখলের লড়াই করতে গিয়ে ফার্নান্দো পেরেইরাকে ফাউল করে বসলেন এই ডিফেন্ডার। পেনাল্টি পেয়েছে হংকং। হলুদ কার্ড দেখেন তারিক।
ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে গেলেও কোনো গোল করতে পারেনি কেউ।
ম্যাচের ২৭ মিনিটে ফ্রি কিক পেয়ে দূরের পোস্টে রাখার চেষ্টা করেন এভেরতন কামারগো। হেডে বল পেছনে পাঠান তপু বর্মণ। তখনো বিপদমুক্ত হয়নি বাংলাদেশ। হংকংয়ের ফুটবলারের শট দারুণভাবে ব্লক করেন শাকিল আহাদ তপু।
ম্যাচের ২৩ মিনিটে বক্সের কিছুটা বাইরে শমিত শোম ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। গত ম্যাচে ফ্রিকিক থেকে গোল করেছিলেন হামজা চৌধুরী। এবারও শট নিতে আসেন তিনি। কিন্তু মানব দেয়াল পেরোতে পারেননি এই মিডফিল্ডার।
ম্যাচের ২০ মিনিটে লাউ কা কিউকে তপু বর্মণ ফাউল করলে ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। বক্সের খানিকটা বাইরে থেকে নেওয়া শটে কোনো অসুবিধায় ফেলতে পারেনি হংকং।
ম্যাচের ১৬ মিনিট গড়িয়ে গেলেও সেভাবে আক্রমণে যেতে পারেনি কোনো দল। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে আছে হংকং।
ম্যাচের ১১ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক পাস দেন হংকংয়ের এক ফুটবলার। কিন্তু তা অধিনায়ক ম্যাট ওরের কাছে পৌঁছানের আগেই থ্রোয়ের বিনিমিয়ে ক্লিয়ার করেন তপু বর্মন।
ম্যাচের তৃতীয় মিনিটে হংকংয়ের থ্রো হেডে বিপদমুক্ত করলেন বাংলাদেশের এক ডিফেন্ডার।
খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন রেফারি।বাংলাদেশ সেন্টার করলেও হংকং শুরুতে দিয়েছে লং পাস।
বাংলাদেশের অ্যাওয়ে জার্সি লাল। কিন্তু হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে সাদা জার্সি পরে নেমেছেন হামজা–শমিতরা। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক এমনটা কেন। দুই দলের জার্সির রং একই থাকলে সাধারণত ম্যাচ কমিশনার স্বাগতিক দলকে প্রথম প্রাধান্য দেন তারা কোন জার্সি পরে খেলবে। তার পরিপ্রেক্ষিতে বিকল্প জার্সি পরে নামবে স্বাগতিক দল।
৫০ হাজার দর্শকের আসন বিশিষ্ট কাই তাক স্টেডিয়াম। গ্যালারিও পরিপূর্ণ। কাই তাক স্টেডিয়ামের ছাদ ঢেকে দেওয়া হয়েছে। সমর্থকদের গর্জনও আর জোরালভাবে কানে আসবে। হামজা–শমিতরা সেই চ্যালেঞ্জ সামলাতে পারবেন তো?
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দেখায় হ্যাটট্রিক করেন রাফায়েল মেরকিস। সেদিন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে আজকের ম্যাচেও তাঁকে শুরুর একাদশে রাখেননি হংকং কোচ অ্যাশলি ওয়েস্ট উড।
হংকং একাদশ: অলিভার বেনজামিন, লিওন জোনস, জুনিনিও, এনগান চিউক পান, ম্যাট অর (অধিনায়ক) এভেরতন কামারগো, ফার্নান্দো পেরেইরা, লাউ কা কিউ, চান শিনিচি, সে কা উইং (গোলরক্ষক), ইউ জি নাম।
হংকংয়ের বিপক্ষে ৫ বারের দেখায় কোনোবারই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। হেরেছে চারটি ও ড্র হয়েছে একটি ম্যাচে। সর্বশেষ ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪–৩ গোলে হেরেছে বাংলাদেশ। সেদিন হামজা চৌধুরী ও শমিত শোম গোলের দেখা পেলেও রাফায়েল মেরকিসের হ্যাটট্রিকে ম্লান হয়ে যায় সব।
বাংলাদেশ–হংকং ম্যাচে উপলক্ষে আজকের পত্রিকার লাইভ কমেন্ট্রিতে আপনাকে স্বাগত। এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশের সামনে লড়াইটি বাঁচা-মরার। ৯ অক্টোবর প্রথম দেখায় ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪–৩ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। কাই তাক স্টেডিয়ামে আজ সেই দুঃখ কি ঘুচাতে পারবেন হামজা–শমিতরা?
এবারও একাদশে সুযোগ পেলেন না জামাল ভূঁইয়া। একইসঙ্গে রাখা হয়নি ফাহামিদুল ইসলামকেও। তবে রাখা হয়েছে শমিত শোম, জায়ান আহমেদ ও তপু বর্মণকে। ৯ অক্টোবর ঘরের মাঠে অনুষ্ঠিত হংকং ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র ও তাজ উদ্দিন।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, তপু বর্মণ (অধিনায়ক),তারিক কাজী, সাদ উদ্দিন ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: শমিত শোম, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: রাকিব হোসেন।