নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি নিষিদ্ধ বিষয় (ট্যাবু) এবং শুধুমাত্র মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক নিয়ে সমাজে অনেক ধরনের বিধি-নিষেধের কারণে দৈনন্দিন কাজে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না। পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনাও দেওয়া হয় না। মাসিক নিয়ে কুসংস্কারের কারণে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি (এমএইচএম) প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মাসিকের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও নীরবতা ভাঙতে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আসুন, সবাই মিলে গড়ি, মাসিক-বান্ধব পৃথিবী’।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মের চেয়ারপারসন হাসিন জাহান উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান বলেন, ‘মাসিককে ঘিরে কুসংস্কারের কারণে নারীরা অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন। যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক এ কিউ এম শফিউল আজম বলেন, ‘প্রাথমিকভাবে এক হাজার স্কুলে শুরু হওয়া ‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রোগ্রামটি ২০২২ সালে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে, যা আমাদের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের কথা বলে। পরবর্তী প্রজন্মকে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখন এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি সারা বাংলাদেশের সমস্ত স্কুলে সম্প্রসারণে কাজ করছে।’
অনুষ্ঠানে এমএইচএম প্ল্যাটফর্মের চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আলোচকেরা নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা সহজ করতে সুলভ ও সাশ্রয়ী মূল্যে মেনস্ট্রুয়াল পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি নিষিদ্ধ বিষয় (ট্যাবু) এবং শুধুমাত্র মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক নিয়ে সমাজে অনেক ধরনের বিধি-নিষেধের কারণে দৈনন্দিন কাজে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না। পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনাও দেওয়া হয় না। মাসিক নিয়ে কুসংস্কারের কারণে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি (এমএইচএম) প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মাসিকের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও নীরবতা ভাঙতে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আসুন, সবাই মিলে গড়ি, মাসিক-বান্ধব পৃথিবী’।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মের চেয়ারপারসন হাসিন জাহান উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান বলেন, ‘মাসিককে ঘিরে কুসংস্কারের কারণে নারীরা অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন। যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক এ কিউ এম শফিউল আজম বলেন, ‘প্রাথমিকভাবে এক হাজার স্কুলে শুরু হওয়া ‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রোগ্রামটি ২০২২ সালে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে, যা আমাদের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের কথা বলে। পরবর্তী প্রজন্মকে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখন এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি সারা বাংলাদেশের সমস্ত স্কুলে সম্প্রসারণে কাজ করছে।’
অনুষ্ঠানে এমএইচএম প্ল্যাটফর্মের চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আলোচকেরা নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা সহজ করতে সুলভ ও সাশ্রয়ী মূল্যে মেনস্ট্রুয়াল পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪০ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪৩ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে