Ajker Patrika

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবার মৃত্যু, ছেলে আহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩: ৫২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর ছেলে লাবিব (১৪) গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে ওবায়দুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত ওবায়দুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি বলেন, তাঁর ভাই পেশায় ব্যবসায়ী। যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায় থাকতেন। বাবার নাম আব্দুর রব মুন্সি।

আহত ছেলে লাবিব মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে পথচারী মো. জীবন বলেন, সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অছিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা দুজন। প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে ওবায়দুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। ঘটনার পরপরই সেখানে থাকা সার্জেন্ট পুলিশ বাসটিকে জব্দ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত