Ajker Patrika

আদালত অবমাননার মামলা: স্বেচ্ছায় আসামি হতে বিএনপিপন্থী ১৯৫ আইনজীবীর আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০: ৪৩
আদালত অবমাননার মামলা: স্বেচ্ছায় আসামি হতে বিএনপিপন্থী ১৯৫ আইনজীবীর আবেদন

আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে আবেদন করেছেন বিএনপিপন্থী ১৯৫ আইনজীবী। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার এ বিষয়ে দুটি পৃথক আবেদন করা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ একটি আবেদন করেন। 

এ ছাড়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গীয়াস উদ্দিন আহমেদ, অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুবসহ ১৯৪ আইনজীবী আবেদন করেন।

আজ আবেদন দাখিল করার পর এটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ১২৩ নম্বর ক্রমিকে ছিল। তবে সে পর্যন্ত শুনানি হয়নি। এদিকে বৃহস্পতিবার ওই আবেদনের বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।   

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। 

গত ২৯ আগস্ট ওই আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। এ প্রেক্ষাপটে ওই আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে সুপ্রিম কোর্টের ১৯৫ জন আইনজীবী আবেদন করেছেন। 

ওই সাত আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত