অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসের পর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৬টি দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র ও আন্দোলনে শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল রবিউল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে সরকারে যে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, আজকেই তাঁরা আমাদের সঙ্গে কথা বলবেন এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলের সঙ্গেও শহীদ পরিবার কথা বলবেন। আগামী রোববার প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে বসবার কথা বলেছেন। সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি অনুযায়ী সব প্রাপ্য শহীদ পরিবারকে বুঝিয়ে দিতে হবে।’
জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আমাদের শহীদ পরিবারের সদস্যদের আজকে যদি এখানে এসে বসতে হয়, এটি আমাদের সবার জন্য একটি লজ্জার বিষয়। এখানে আহত এবং শহীদ পরিবারের যারা রয়েছেন, তাঁদেরকে ফাউন্ডেশন থেকে যে একটা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল, সেটা খুব বড় কোনো সহযোগিতা না। এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারবে, এর বেশি আসলে সম্ভব না। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারত, তত দ্রুত নেয়নি। শহীদ পরিবারকে যে সহযোগিতা করার কথা ছিল, সেটা দৃশ্যমান হয়নি।’
তিনি আরও বলেন, ‘যদি বর্তমান সরকার এই খুনি হাসিনা এবং তার সহযোগীদের, যারা আন্দোলনে আমাদের ভাইদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার করতে না পারে, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমাদের জীবনের বিনিময়ে হলেও এটি আমরা আদায় করে নিব।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসের পর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৬টি দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র ও আন্দোলনে শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল রবিউল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে সরকারে যে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, আজকেই তাঁরা আমাদের সঙ্গে কথা বলবেন এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলের সঙ্গেও শহীদ পরিবার কথা বলবেন। আগামী রোববার প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে বসবার কথা বলেছেন। সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি অনুযায়ী সব প্রাপ্য শহীদ পরিবারকে বুঝিয়ে দিতে হবে।’
জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আমাদের শহীদ পরিবারের সদস্যদের আজকে যদি এখানে এসে বসতে হয়, এটি আমাদের সবার জন্য একটি লজ্জার বিষয়। এখানে আহত এবং শহীদ পরিবারের যারা রয়েছেন, তাঁদেরকে ফাউন্ডেশন থেকে যে একটা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল, সেটা খুব বড় কোনো সহযোগিতা না। এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারবে, এর বেশি আসলে সম্ভব না। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারত, তত দ্রুত নেয়নি। শহীদ পরিবারকে যে সহযোগিতা করার কথা ছিল, সেটা দৃশ্যমান হয়নি।’
তিনি আরও বলেন, ‘যদি বর্তমান সরকার এই খুনি হাসিনা এবং তার সহযোগীদের, যারা আন্দোলনে আমাদের ভাইদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার করতে না পারে, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমাদের জীবনের বিনিময়ে হলেও এটি আমরা আদায় করে নিব।’
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১০ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১১ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১৩ মিনিট আগে