Ajker Patrika

শাহবাগ অবরোধ শিক্ষানবিশ চিকিৎসকদের

আজকের পত্রিকা ডেস্ক­
ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান ধর্মঘট স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষানবিশ চিকিৎসকদের। গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে। ছবি: আজকের পত্রিকা
ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান ধর্মঘট স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষানবিশ চিকিৎসকদের। গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে। ছবি: আজকের পত্রিকা

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্নাতকোত্তর (পোস্টগ্র্যাজুয়েট) অধ্যয়নরত শিক্ষানবিশ চিকিৎসকেরা। গতকাল রোববার তাঁরা শাহবাগ অবরোধ করেন।

পরে কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তাঁরা বলেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বাড়াতে হবে। এর মধ্যে কর্মবিরতি চলবে।

সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির সময়সীমা বেঁধে দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা পোস্টগ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত