Ajker Patrika

সূত্রাপুরে বাসায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যায় রোকন। এর আগে সোমবার রাতে মারা যায় রোকনের দেড় বছরের বোন আয়েশা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত রাতে মারা যায় রোকন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ৬৩ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় আয়েশা।

চিকিৎসক আরও জানান, বর্তমানে রিপন ৬০ শতাংশ, চাঁদনী ৪৫ শতাংশ ও তামিম ৪২ শতাংশ নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালি দগ্ধ হয়েছে। সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ভ্যানচালক রিপন (৪০), তাঁর স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুরের কাগজিটোলায় সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রেরও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত